মাস্টারকার্ড আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত পণ্যভোগীর আস্থার সূচক অনুযায়ী, ৮০ শতাংশের বেশি চীনা পণ্যভোগী খুবই আশাবাদী, দেশের জীবনের মান, অর্থনীতি এবং স্থায়ী আয়ের প্রতি তাঁদের আস্থার সূচক নিরন্তরভাবে বেড়ে যাচ্ছে।
মোট ৫৪০০ জন পণ্যভোগী এই বারকার জরীপে অংশগ্রহন করেছেন। জরীপের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত আছে কর্মসংস্থান, অর্থনীতি, স্থায়ী আয়, শেয়ার বাজার এবং জীবনের মান এই পাঁচটি বিষয়। জরীপের ফলাফল থেকে জানা গেছে, অন্যান্য আস্থার সূচকের তুলনায় পণ্যভোগীরা কর্মসংস্থানের প্রতি আস্থার সূচক একটু নিম্ন আছে, তবুও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি, শেয়ার বাজারের প্রতি আস্থার সূচক কিছুটা বেড়েছে।
|