একজন পশ্চিমা কূটনীতিক ২০ জানুয়ারী সংবাদ মাধ্যমকে বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক এল-বারাডেই ইরানকে আরেক মাসের সময় দেবেন, যাতে ইরান মার্চ মাসের আগে পারমাণবিক জ্বালানি গবেষণা তত্পরতা বন্ধ করতে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা আবার শুরু করতে পারে।
এই কূটনীতিক আরো বলেছেন, বারাডেই ৬ মার্চ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিষদের সম্মেলনে ইরানের পারমাণবিক সমস্যা সংক্রান্ত আনুষ্ঠানিক তদন্ত রিপোর্ট দাখিল করবেন। তখন ইরান পারমাণবিক জ্বালানি গবেষণা তত্পরতা বন্ধ করতে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা আবার শুরু করতে না পারলে আন্তর্জাতিক সমাজ ইরানের পারমাণবিক পরিকল্পনাকে বরদাস্ত করবে না।
|