গত বছর চীন ১ লাখ ১৬ হাজার জন ভবঘুরে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ত্রাণসাহায্য দিয়েছে।
২০০৩ সালের আগস্ট মাসে চীন শহরে ভবঘুরে ভিক্ষুক ত্রাণ সংক্রান্ত পরিচালনা উপায় প্রকাশ করেছে, তাতে ভবঘুরে ব্যক্তিদের , বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ত্রাণ ও সুরক্ষা কাজ ত্বরান্বিত করেছে। বর্তমানে চীনের বড় ও মাঝারী শহরে উদ্ধার নির্দেশ কার্ড বিলি করা, উদ্ধার সংস্থার পথ দেখানোর বোর্ড স্থাপন করা, ভ্রাম্যমান ত্রাণ গাড়ির দ্বারা রাস্তায় সাহায্যদান করা প্রভৃতি পদ্ধতিতে ত্রাণকাজ জোরদার করেছে। কিছু দিন আগে চীন দেশব্যাপী ভবঘুরে ভিক্ষুকদের ত্রাণ সংক্রান্ত পরিচালনা তথ্য ব্যবস্থা চালু করেছে, এই পর্যন্ত পঞ্চাশাধিক হাজার ভবঘুরে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির কম্পিউটার রেকর্ড প্রতিষ্ঠা করেছে।
অনুমান অনুযায়ী, চীনে কমপক্ষে ১ লাখ ৫০ হাজার ভবঘুরে শিশু আছে। তাদের অধিকাংশই অর্থনৈতিক অনুন্নত অঞ্চল বিশেষ করে গ্রামাঞ্চল থেকে এসেছে।
|