২০ জানুয়ারী ভারত ও পাকিস্তানের মধ্যে তৃতীয় সড়ক আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ।
ভারতের সংবাদমাধ্যমের খবরে প্রকাশ , পাকিস্তানের লাহোর থেকে ভারতের পান্ঞ্জাব প্রদেশের অমৃত্সরগামী পাকিস্তানের প্রথম বাস ২০ জানুয়ারী দুপুর বেলায় ভারতের বাস্তব সীমারেখার ওয়াগাহ্ স্টেশনে পৌঁছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে প্রবেশ করেছে । এথেকে প্রমানিত হয়েছে যে , ভারত ও পাকিস্তানের মধ্যে তৃতীয় সড়ক পরিবহন চালু হয়েছে । ২৪ জানুয়ারী ভারতের প্রথম বাস অমৃত্সর থেকে যাত্রা করবে ।
দুদেশের জনগণের মধ্যেকার আদানপ্রদান জোরদার করার জন্যে ভারত ও পাকিস্তান সরকার গত ডিসেম্বর মাসে সড়কটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে ।
|