ইতালির রেনেসাঁকালীন সাহিত্য ও শিল্পকলা প্রদর্শনী ২০ জানুয়ারী পেইচিংয়ে উদ্বোধন হয়েছে ।
প্রদর্শনীটি হল ২০০৬ সাল চীনে ইতালি বর্ষের উদ্বোধনী প্রদর্শনী । এতে ইতালির ১২টি যাদুঘরে সংরক্ষিত ৮০টি চিত্র , খোদাই-মূর্তি ও চারুশিল্প দেখানো হচ্ছে । এগুলো সবই ত্রয়দশ থেকে সপ্তদশ শতাব্দীতে বোট্টিসেল্লি, দাভিন্সি , রাফেল্লো, তিজিয়ানো , কারাভাগ্গিও প্রমুখ গ্র্যান্ড মাস্টারদের শিল্পকর্ম । ।প্রদর্শনীটিতে সার্বিকভাবে ইতালির রেনেসাঁকালীন সাহিত্য ও শিল্প বা তারও আগেকার অথবা পরের শিল্পকলার উজ্জ্বলতা দেখানো হচ্ছে । এগুলো এ পর্যন্ত চীনের আমদানীকৃত ইতালির রেনেসাঁকালীন সাহিত্য ও শিল্প কলার মধ্যে সবচেয়ে উচ্চমানের মূল্যবান চারুশিল্প । গত কয়েক ডজন বছরে ইতালির এত বেশী মূল্যবান জিনিস এই প্রথম বিদেশে দেখানো হচ্ছে ।
জানা গেছে , প্রদর্শনীটিতে দেখানো মূল্যবান জিনিসগুলোর দাম কমপক্ষে ৩০ কোটি ইউরো বলে অনুমান করা যাচ্ছে । প্রদর্শনীটি ২৩ এপ্রিল পর্যন্ত চলতে থাকবে ।
|