চীনে ইউরোপ আর আমেরিকার শিল্পোন্নত দেশগুলোর মোবাইল ফোন শিল্পের দ্রুত স্থানান্তরের সংগে সংগে চীন ক্রমেই সারা পৃথিবীতে মোবাইল ফোনের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি আর রফতানিকারক দেশে পরিণত হবে ।
গত কয়েক বছরে মোটোরোলা , নোকিয়া প্রভৃতি শক্তিধর আন্তর্জাতিক মোবাইল ফোন শিল্পপ্রতিষ্ঠান চীনে কানখানা চালু করার জন্যে আলাদা আলাদাভাবে দশ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে । ফলে ইউরোপ আর আমেরিকার মোবাইল ফোন শিল্প চীনে স্থানান্তরিত হওয়ার গতি দ্রুততর হয়েছে এবং চীনের রফতানিযোগ্য মোবাইল ফোনের সংখ্যাও বেড়ে চলেছে । কেবল থিয়ান চিন বন্দর দিয়ে গত বছর ১কোটি ৩০ লাখ মোবাইল ফোন রফতানি হয়েছে । তা গত বছরের তুলনায় ২০ শতাংশ বেড়েছে ।
বিশ্লেষকদের মতে চীনে মোবাইল ফোন তৈরি করার সময়ে কাঁচামাল, শ্রমশক্তি , পণ্য-বিনিময়ের মূল্য আর ব্যবস্থাপনার মূল্য অপেক্ষাকৃতভাবে কম বলে বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রখ্যাত মোবাইল ফোন কারবারীদের অধিকাংশই চীনের বাজারে প্রবেশ করছেন ।
|