এই বছরের বসন্ত উত্সবের ভাড়াটে বিমানের প্রথম ফ্লাইট চায়না এয়ারের বিমান কম্পানির বিমান ২০ জানুয়ারী দুপুর ১২টা ২০ মিনিটে শাংহাইয়ের ফু তুং বিমানবন্দর থেকে রওয়ানা হয়ে তাইপেইয়ের থাও ইউয়ান বিমানবন্দরে ফিরে গেছে ।
বিমানটি একই দিন সকাল ৮ টায় তাইপেই ত্যাগ করে এবং ১০টা ৩৪ মিনিটে শাংহাইয়ের ফু তুং বিমানবন্দরে অবতরণ করে । আসা- যাওয়ার ফ্লাইট দুটো আলাদা আলাদাভাবে ৩ শতাধিক বেশি যাত্রী বহন করেছে এবং দুটো ফ্লাইটে কোনো খালি আসন ছিল না ।
২০০৩ আর ২০০৫ সালে তাইওয়ান প্রণালীর দুই তীরের মধ্যে দুবার বসন্ত উত্সবকালীন ভাড়াটে বিমান ব্যবস্থা চালু হয় । তবে তখনকার যাত্রীরা শুধু তাইওয়ানের ব্যবসায়ী আর তাদের পরিবার-পরিজনের মধ্যে সীমাবদ্ধ ছিল । এই বছর যেসব তাইওয়ানবাসীর বৈধ পরিচয়পত্র রয়েছে , তাদের সবাই এই ভাড়াটে বিমানের যাত্রী হতে পারছেন ।
|