চীন আর ইতালি ২০ জানুয়ারী পেইচিংয়ে একটি স্মারক সমঝোতা স্বাক্ষর করে চীনের প্রাচীন রাজপ্রাসাদের থাই হো প্রাসাদ মেরামত , পা তা লিং মহাপ্রাচীর সংরক্ষণ , চীনের আন্ত-আঞলিক প্রত্নতাত্বিক কাজ এবং কাগজ ও তেল চিত্রের মত পুরাকীর্তি সংরক্ষণের ক্ষেত্রে সহযোগিতা চালানোর সিদ্ধান্ত নিয়েছে ।
১৯৮৮ সালের পর থেকে সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সংরক্ষণের ক্ষেত্রে চীন আর ইতালির আদান-প্রদান ও সহযোগিতা আরো জোরদার হচ্ছে । এই ক্ষেত্রে দু দেশের সহযোগিতায় লক্ষ্যনীয় সুফল পাওয়া গেছে । এবারকার স্মারকের স্বাক্ষর থেকে প্রতীয়মান হয় যে , সাংস্কৃতিক ধ্বংসাবশেষ এবং যাদুঘর পরিচালনার ক্ষেত্রে দু দেশের বিনিময় আর সহযোগিতা একটি নতুন স্তরে উন্নীত হয়েছে ।
|