চীনের ভূমি সম্পদ মন্ত্রণালয় ২০ জানুয়ারী ঘোষণা করেছে , গত বছর খনিজ সম্পদ উন্নয়নের শৃংখলা সংস্কার আর বিধিসম্মত করার পর সারা দেশে ২৩২৫জন সরকারী কর্মচারী আর রাষ্ট্রায়ত্ত শিল্পের দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে পুঁজি বিনিয়োগ করে কয়লা-বহির্ভূত খনি চালু করা অভিযোগ আনা হয়েছে ।
গত বছর থেকে খনিজ সম্পদ উন্নয়নের ক্ষেত্রে কারবারীদের সংগে সরকারী কর্মকর্তাদের আঁতাত এবং ক্ষমতা আর টাকার অবৈধ কারবার দমনের জন্যে চীন সরকারী কর্মকর্তাদের শেয়ার দিয়ে খনি চালু করার তত্পরতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ।
এর আগে কয়লা খনির ঘন ঘন দুর্ঘটনা রোধের জন্যে দশ হাজারেরও বেশি কয়লা খনির উত্পাদনস্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং তার মধ্যে ২ হাজারেরও বেশি কয়লার কুয়ো বন্ধ করে দেয়া হয়েছে ।
|