গ্রীসের প্রধানমন্ত্রী কোস্তাস কারামানলিস পেইচিংয়ে বলেছেন , গ্রীস চীন-ই-ইউ সম্পর্ক উন্নয়নের বাধা দূর করা এবং চীন-ই-ইউ সম্পর্কের সার্বিক উন্নয়নের জন্য সক্রিয় প্রয়াস চালাবে ।
২০ জানুয়ারী চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সঙ্গে বৈঠককালে কারামানলিস বলেছেন , গ্রীস একচীন নীতি মেনে চলবে এবং স্বাধীন তাইওয়ান সৃষ্টির তত্পরতার বিরোধীতা করবে । গ্রীস আশা করে , শক্তি সম্পদ , পর্যটন , সংস্কৃতি ও শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে চীনের সঙ্গে তার সহযোগিতা জোরদার হবে । আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারাদিতে চীন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে , গ্রীস তার ওপর গুরুত্ব দেয় ।
হু চিন থাও বলেছেন , চীন-গ্রীস কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩৩ বছরে দু'দেশের সম্পর্ক সর্বশ্রেষ্ঠ সময়পর্বে রয়েছে । চীন গ্রীসের সঙ্গে যৌথ প্রয়াস চালিয়ে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা সম্প্রসারণ করতে এবং দু'দেশের রণনৈতিক অংশীদার সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক।
|