সম্প্রতি কোটে ডি-ভাস্থ জাতি সংঘ অফিস ও ফ্রান্সের সংস্থা অবরোধ করেছে বলে দেখা দেওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ১৯ জানুয়ারী রাতে প্রশমিত হতে শুরু করেছে।
প্রতিবাদ তত্পরতার প্রধান সংগঠকরা, কোটে ডি-ভার "তরুণ দেশপ্রেমিক" সংস্থা একইদিন রাতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে জাতি সংঘ ও ফ্রান্সের সংস্থার ওপর অবরোধ তত্পরতা বন্ধ করা এবং কোটে ডি-ভার অর্থনৈতিক রাজধানী আবিদিয়ানে আরোপিত ব্যারিকেড উঠিয়ে নেয়ার আহবান জানিয়েছে। জানা গেছে, জাতি সংঘের প্রতিনিধি অফিস ও কোটে ডি-ভাস্থ ফ্রান্সের দূতাবাসের কাছাকাছি অঞ্চলে সমাবিষ্ট প্রতিবাদকারীরা প্রতিবাদস্থল ত্যাগ করতে শুরু করেন।
|