চীনে প্রথম কিস্তির " রাষ্ট্রীয় অবৈষয়িক সাংস্কৃতিক ধ্বংসাবশেষের সুপারিশকৃত প্রকল্পের নামের তালিকা " সম্প্রতি প্রকাশিত হয়েছে । চীনের ৩১টি প্রদেশ , কেন্দ্রশাসিত মহানগর আর স্বায়ত্তশাসিত অঞ্চলের ৫০১টি প্রকল্প এই নামের তালিকাভূক্ত হয়েছে । এই সব প্রকল্প লোক সাহিত্য , সংগীত , নাচ , অপেরা , ঐতিহ্যবাহী ওষুধ , চালচলন প্রভৃতি দশটি বিভাগে বিভক্ত ।
" অবৈষয়িক সাংস্কৃতিক ধ্বংসাবশেষ" হচ্ছে বিভিন্ন জাতির জনগণের যুগ যুগ ধরে উত্তরাধিকার সূত্রে পাওয়া জন- জীবনের সংগে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বিভিন্ন ধরণের ঐতিহ্যক সংস্কৃতি প্রদর্শনের পদ্ধতি আর সাংস্কৃতিক অবকাশ । তার মধ্যে রয়েছে জনগণের আচার আচরণ , শিল্পকলা , ঐতিহ্যিক জ্ঞান আর দক্ষতা এবং নিয়মিত আয়োজিত সাংস্কৃতিক কর্মকান্ড ইত্যাদি ।
জাতি সংঘের প্রকাশিত " মানব জাতির মৌখিক আর অবৈষয়িক ধ্বংসাবশেষের প্রতিনিধিত্বকারী কর্মের" মধ্যে চীনের খুয়েন ছুই , কু ছিন , সিনচিয়াং উইগুর জাতির মুকাম শিল্প আর মংগোলীয় জাতির লোক সংগীত - ছিয়াং তিয়াও অন্তর্ভূক্ত রয়েছে ।
|