চীনের বাণিজ্য মন্ত্রনালয় ১৯ জানুয়ারী ঘোষণা করেছে যে , অবাধ বাণিজ্য অঞ্চল নিয়ে চীন-উপসাগরীয় সহযোগিতা পরিষদ-জিসিসি দুদিনব্যাপীতৃতীয় দফা বৈঠক শেষ হয়েছে ।
দুপক্ষ বাজারে প্রবেশের অনুমতি ও উত্স এলাকার নিয়ম প্রভৃতি বিষয় নিয়ে গভীরভাবে আলাপ আলোচনা করেছে এবং শুল্ক বিভাগের পরীক্ষার প্রণালী , বাণিজ্যিক প্রযুক্তির বাধা , স্বাস্থ্য ও উদ্ভিদের স্বাস্থ্যগত ব্যবস্থা, বাণিজ্যিক সাহায্য দান , পণ্য-বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত আইনগত সমস্যা, অবাধ বাণিজ্য চুক্তির দলিল প্রভৃতি সমস্যা সম্পর্কে মত বিনিময় করেছে এবং ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে ।
দুপক্ষ বৈঠকের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছে ।
|