চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ে মুখপাত্র খুংছুয়েন বলেছেন ,যাতে পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের সম্মেলন যথাশীঘ্রই অনুষ্ঠিত হতে পারে , তার জন্যে কোরীয়উপদ্বীপের পরমানু সমস্যা সংশ্লিষ্ট পক্ষগুলো মিলিতভাবে প্রচেষ্টা চালাবে বলে চীন আশা করে ।
১৯ জানুয়ারী পেইচিংয়ে এক তথ্য জ্ঞাপন সভায় খুং ছুয়েন বলেছেন , চীন মনে করে যে , ছ'পক্ষীয় বৈঠকের ব্যবস্থা পরিবর্তন করতে হবে না । শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমে কোরীয়উপদ্বীপের পরমানু সমস্যার সমাধান করতে হবে , উপদ্বীপের পারমানবিক অস্ত্রমুক্তকরনেরলক্ষ্য ও নীতি পরিবর্তন করতে হবে না । চেয়ারম্যান দেশ হিসেবে চীন বরাবরই এর জন্যে নিরলস প্রচেষ্টা চালিয়েছে এবং অব্যাহতভাবে প্রচেষ্টা চালাবে ।
খুং ছুয়েন বলেছেন , যাতে পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের বৈঠক যথাশীঘ্রই অনুষ্ঠিত হয়, তার জন্যে বিভিন্নপক্ষ মিলিতভাবে প্রচেষ্টা চালাবে বলে চীন আশা করে ।
|