যুক্ত রাষ্ট্রের বিখ্যাত "ফোর্বেস" পত্রিকার চীনা সংস্করণে প্রকাশিত নামের তালিকা থেকে জানা গেছে , উদ্ভাবন ইতিমধ্যে চীনের মাঝারী ও ক্ষুদ্র শিল্পেরদ্রুত বিকাশের এক গুরুত্বপূর্ণ নিশ্চয়তাবিধানে পরিণত হয়েছে ।
সম্প্রতি চীনের সাংহাইতে ফোর্বেসেরচীনা সংস্করণ২০০৬-এ চীনের প্রচ্ছন্ন শক্তির ১০০টি নাম তালিকা প্রকাশিত হয়েছে । জানা গেছে , ৮ হাজারটি শিল্পপ্রতিষ্ঠানের মাধ্যমে ফোর্বেস বার্ষিক বিক্রয় মূল্য ৬৫ কোটি রেনমিনপির কম মুলভূভাগের এমন মাঝারি ও ক্ষুদ্রশিল্পপ্রতিষ্ঠানগুলোতে তদন্তচালিয়েছে এবং তাদের কার্যকরীতা ও অর্থবিনিযোগের রিফান্তের হার ও মুনাফা প্রভৃতি মানদন্ড অনুসারে নামের তালিকা তৈরী করে । অবশেষে সবচেয়ে বেশী প্রচ্ছন্ন শক্তি সম্পন্ন ১০০টি মাঝারী ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান বাছাই হবে ।
তদন্ত থেকে জানা গেছে , উদ্ভাবন মাঝারী ও ক্ষুদ্র শিল্পের সুষ্ঠু ও দ্রুত বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি । শ্রেষ্ঠ মাঝারী ও ক্ষুদ্র শিল্পের সংখ্যার দিক থেকে চেচিয়াং , কুয়াংতুং , পেইচিং যথাক্রমে প্রথম , দ্বিতীয় আর তৃতীয় স্থান অধিকার করেছে ।
|