ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিশনের সচিব, পরমাণু সমস্যার প্রধান প্রতিনিধি আলি লারিজানি ১৮ জানুয়ারী এক সাক্ষাত্কারে বলেছেন, ইইউ'র সঙ্গে পরমাণু সমস্যা আলোচনায় ইরান আপোস করতে পারে।
জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন ইইউর প্রতিনিধি হিসেবে ২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার জরুরী পরিষদ সম্মেলনে ইরানের পরমাণু সমস্যা বিষয়ক খসড়া প্রস্তাব দাখিল করার প্রস্তুতির পরিপ্রেক্ষিতে লারি জানি এই কথা বলেছেন। তিনি আরো বলেছে, ইরান ইইউর সঙ্গে বৈঠক অব্যাহত রেখে পরমাণু অস্ত্র পরিকল্পনা সম্বন্ধে সংশ্লিষ্ট পক্ষের উদ্বেগ নিয়ে আলোচনা করতে ইচ্ছুক এবং তা নিয়ে কিছু প্রতিশ্রুতিও দিতে পারে।
লারি জানি ইইউ'র প্রতিনিধি দেশের প্রতি ইরানের সঙ্গে আলোচনা পুনরুদ্ধার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইইউ ইরানকে পারমাণবিক জ্বালানি রূপান্তর না করার দাবি জানাতে চাইলে দু'পক্ষ সম্ভবত একটি গ্রহনযোগ্য উপায় খুঁজ করতে পারবে।
|