ইতালীর প্রতিরক্ষা মন্ত্রী আন্টোনিও মার্টিনো সম্প্রতি ইতালীর তথ্য মাধ্যমকে দেয়া সাক্ষত্কারে বলেছেন , ইতালী অব্যাহতাবে ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করবে , এবং আগামী মে মাস নাগাদ মোট অর্ধেক সৈন্য প্রত্যাহার করবে ।
ইতালীর তথ্য মাধ্যম ১৮ জানুয়ারী বলেছে , মার্টিনো বলেছেন , এই বছরে ইতালীয় সৈন্যরা ইরাক থেকে সরে যেতে থাকবে এবং চলতি বছরের মধ্যে যাবতীয় ইতালীয় সৈন্যের ইরাক ত্যাগ সম্পন্ন হবে ।
মার্টিনো সঙ্গে সঙ্গে এও বলেছেন , সৈন্য প্রত্যাহার সম্পন্ন হবার পর ইতালী সরকার ইরাকের পুনর্গঠনে সাহায্য দিতে থাকবে ।
জান গেছে , গত বছরের নভেম্বর ও চলতি মাসে ইতালী ইরাক থেকে ৬০০ জন সৈন্য প্রত্যাহার করার পর বর্তমানে ২ হাজার ৬ শো সৈন্য সেখানে মোতায়েন রয়েছে ।
|