বিশ্ব অর্থনীতি ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্লাওম কোয়াব ১৮ জানুয়ারী জেনিভায় ঘোষণা করেছেন, এই ফোরামের ২০০৬ সালের বার্ষিক সম্মেলন ২৫ থেকে ২৯ জানুয়ারী পর্যন্ত সুইজার্ল্যান্ডের দাভোসে আয়োজিত হবে। চীন ও ভারতের অর্থনীতির দ্রুত উন্নয়ন এবং বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব এবারকার সম্মেলনের একটি প্রধান আলোচ্যবিষয়।
কোয়াব বলেছেন, চীন ও ভারতের অর্থনীতির দ্রুত উন্নয়ন ছাড়াও, সম্মেলনে বিশ্ব অর্থনীতি, বিশ্ব বাণিজ্য, শক্তিসম্পদ ও তেলের পরিসেবা ইত্যাদি আলোচ্যবিষয় নিয়ে আলোচনা করা হবে। বিশ্ব বাণিজ্য সংস্থা এই সুযোগে একটি ছোট্ট মন্ত্রী সম্মেলনের আয়োজন করবে, যাতে দোহা আলোচনার উন্নয়ন সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
|