লিবিয়ার নেতা মুয়াম্মর গাদ্দাফি ১৮ জানুয়ারী তাঁর জন্মস্থান সির্তে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওশিংয়ের সাথে বৈঠক করেছেন। দু'পক্ষ একমত হয়েছে যে, দু'দেশের উচিত আন্তর্জাতিক বিষয়াদিতে আলাপ-পরামর্শ ও সহযোগিতা বজায় রাখা, যৌথভাবে ব্যাপক উন্নয়নমুখী দেশগুলোর স্বার্থ রক্ষা করা এবং চীন-আফ্রিকা ও চীন-আরব বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ত্বরান্বিত করা।
সাক্ষাতকালে গাদ্দাফি বলেছেন, চীন বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। লিবিয়া বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা জোরদারের উপর উচ্চ মানের গুরুত্ব দেয়। লিবিয়া দু'দেশের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক সুসংবদ্ধ ও উন্নত করতে ইচ্ছুক। তিনি জোর দিয়ে বলেছেন, বিশ্বে শুধু একটাই চীন আছে। চীনের জাতীয় সার্বভৌমত্ব ও ভূভাগীয় অখন্ডতা সুরক্ষার ন্যায্য ব্রতে লিবিয়া দৃঢ়ভাবে চীনা জনগণের পাশে থাকে, একচীন নীতিতে অবিচল থাকে এবং তাইওয়ানপন্থীদের বিরোধীতা করে।
গাদ্দাফি যে একচীন নীতিতে অবিচল থাকার অধিষ্ঠান আবার ঘোষণা করেছেন, লি চাওশিং তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, চীন পারস্পরিক সম্মান, সমতা ও পারস্পরিক উপকারিতার নীতির ভিত্তিতে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দু'দেশের জনগণের ঐতিহ্যবাহী মৈত্রীর অব্যাহত উন্নয়ন সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।
|