ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা নয়াদিল্লীতে যৌথ ঘোষণা প্রকাশ করে বলেছেন যে, দু'পক্ষ অব্যাহতভাবে ভারত-পাক শান্তিপূর্ণ প্রক্রিয়া চালিয়ে যাবে।
ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা যৌথ ঘোষণায় বলেছে, শান্তি ও নিরাপত্তা প্রশ্নে দু'পক্ষ দু'দেশের বিশেষজ্ঞদের নিয়ে অব্যাহতভাবে পারমাণবিক সংঘাত এড়ানোর বিষয়ে আলাপ-পরামর্শ করতে রাজী হয়েছে। দু'পক্ষ নৌ-পরিবহনের নিরাপত্তা সুরক্ষা চুক্তি এবং দু ভারত-পাক বাস্তব নিয়ন্ত্রণ রেখার আশেপাশে নতুন সামরিক চৌকি না স্থাপনের চুক্তি সম্পাদন করেছে।
খবরে প্রকাশ, একই দিন ভারত ও পাকিস্তান অব্যাহতভাবে কাশ্মির সমস্যার সমাধানের জন্যে একটি গ্রহণযোগ্য উপায় অন্বেষণ করতে রাজী হয়েছে। তা ছাড়া, দু'পক্ষ করাচী ও মুম্বাইয়ে কন্সুলেট প্রতিষ্ঠা করবে।
|