|
 |
(GMT+08:00)
2006-01-19 11:14:41
|
ট্রাকের সাথে ধাক্কা লেগে
cri
ট্রাকের সাথে ধাক্কা লেগে বন্ধু সামান্য অঘাত পেলে অন্য বন্ধু তাকে দেখতে আসে।
প্রথম বন্ধু: চল বন্ধু বাইরে থেকে একটু ঘুরে আসি।
দ্বিতীয় বন্ধুঃ না , না, আমি যাব না।
প্রথম বন্ধুঃ কেন যাবে না?
দ্বিতীয় বন্ধুঃ কারণ আমি যে ট্রাকের সাথে ধাক্কা খেয়েছি তাতে লেখা ছিল আবার দেখা হবে।
----বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার ঘোষগাঁতী গ্রামের জাকারিয়া হোসেন
|
|
|