বিংশতিতম শীতকালীন অলিম্পিক্সে অংশগ্রহনেচ্ছু চীনা ক্রীড়া প্রতিনিধিদল ১৮ জানুয়ারী পেইচিংয়ে গঠিত হয়েছে ।
চীনা ক্রীড়া প্রতিনিধিদল ১৫১ জন নিয়ে গঠিত । তার মধ্যে ৭৬জন ক্রীড়াবিদ রয়েছেন । ১৯৮০ সালে প্রথম শীতকালীন অলিম্পিক্সে অংশ নেয়ার পর এটি হবে চীনের পাঠানো বৃহত্তম প্রতিনিধিদল । চীনের খেলোয়াড়রা এবারকার অলিপিক্সের স্কেটিং , স্কি , শীতকালীন দু' দফা প্রভৃতি ৩টি মুখ্য বিভাগের ৪৭টি ছোট বিভাগের প্রতিযোগিতায় যোগ দেবেন ।
এবারকার অলিম্পিক্স আগামী ১০ থেকে ২৬ ফেব্রুয়ারী ইতালির তুরিনে অনুষ্ঠিত হবে । বিশ্বের বিভিন্ন জায়গার আড়াই হাজারেরও বেশি খেলোয়াড় ৭টি মুখ্য বিভাগ ও ৮৪টি ছোট বিভাগে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করবে ।
|