ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কমিশনের উপ-মহাসচিব জাভাদ ভাইদি ১৭ জানুয়ারী ইইউ'র কাছে যথাশীঘ্রই পরমাণু সমস্যা সংক্রান্ত বৈঠক পুনরুদ্ধার করার দাবি জানিয়েছেন। এই প্রসঙ্গে ব্রিটেন বেশি আগ্রহ প্রকাশ করেনি।
ভিয়েনাস্থ ইরানের একজন কর্মকর্তা একই দিনে জানিয়েছেন, ভাইদি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে চিঠি দিয়ে অবিলম্বে বৈঠক আবার শুরু করার প্রস্তাব দিয়েছেন। ভাইদি ইরান অব্যাহত আলোচনা চালিয়ে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের মনোভঙ্গী প্রকাশ করেছেন। কিন্তু একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটিশ উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন ইরানের প্রস্তাবের কোনো অর্থ নেই। কারণ ইরান নিজেই বৈঠক পুনরুদ্ধারের সম্ভাবনা নাকচ করেছে।
অন্য খবরে জানা গেছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ দোস্তে ব্লাজি ১৭ জানুয়ারী আন্তর্জাতিক সমাজের প্রতি ইরানের পরমাণু সমস্যার সমাধানে অভিন্ন অবস্থান গ্রহনের আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেছেন, ফ্রান্স এর জন্য প্রয়াস চালাবে। সৌদি আরব, মিশর ও ইয়েমেন একই দিনে আলাদা আলাদাভাবে সংশ্লিষ্ট পক্ষের কাছে ইরানের সঙ্গে বৈঠক অব্যাহত রেখে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।
|