চীনের উপপ্রধানমন্ত্রী হুই লিয়াং ইয়ু ১৮ জানুয়ারী বিভিন্ন স্তরের সরকারের কাছে ভালভাবে দারিদ্র্য বিমোচন ও ত্রাণ কাজ চালানো এবং দুঃস্থ জনসাধারণের উত্পাদন ও জীবনযাত্রা বন্দোবস্ত করার আহবান জানিয়েছেন ।
উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশের ইয়েনবিয়েন এলাকায় গিয়ে দুঃস্থজনসাধারণকে দেখাশোনা করার সময়ে তিনি বলেছেন , বিভিন্ন স্তরের গণ সরকারকে ভালভাবে দারিদ্র্য বিমোচন ও ত্রাণ কাজ চালাতে হবে , জনসাধারনের যথেষ্টখাবার আর শীতের কাপড় ও লেপ এবং থাকার জায়গার নিশ্চয়তাবিধান করতে হবে , তাদের উত্পাদন ও জীবনযাত্রা বন্দোবস্ত করতে হবে ।
|