চীনের সহকারী বাণিজ্য মন্ত্রী ছেন চিয়েন ১৮ জানুয়ারী পেইচিংয়ে বলেছেন, চীন অব্যাহতভাবে অন্যান্য দেশের কাছে মানবতাবাদী সহায়তা দেয়ার সামর্থ্য আরো উন্নত করবে।
একই দিনে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আয়োজিত তথ্য-জ্ঞাপন সভায় ছেন চিয়েন বলেছেন, বর্তমানে পৃথিবীতে দুর্যোগের ঘন ঘটার দিকে চীন নিবিড় দৃষ্টি রাখছে। দুর্যোগ কবলিত দেশের অবস্থা বুঝে চীন প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেবে। ত্রাণ সামগ্রী ও অর্থ দেয়া ছাড়াও চীন চিকিত্সা দল, উদ্ধার দল, ডি.এন.এ পরীক্ষা দলও পাঠাবে।
তিনি আরো বলেছেন, দুর্ঘটনা-প্রতিরোধের ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজের আরো জোরালো সহযোগিতা চালানো উচিত।
|