ইসরাইলের প্রেসিডেন্ট : হামাসের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে
cri
ইসরাইলের প্রেসিডেন্ট মোশে কাতজাভ ১৭ জানুয়ারী বলেছেন , যদি হামাস অস্ত্র এবং ইসরাইলকে ধ্বংস করার অপপ্রয়াস ছেড়ে দেয় , তাহলে ইসরাইল তার সঙ্গে একদিনব্যাপী বৈঠক করতে পারে । কাতজাভ ইসরাইলী সামরিক বেতারকে বলেছেন , যদি হামাস ইসরাইলের অস্তিত্বের অধিকার স্বীকার করে এবং সন্ত্রাসী তত্পরতা বন্ধ করে , এবং হামাস ফিলিস্তিনের বিধান পরিষদ নির্বাচনে জয়ী হয় , ইসরাইল সম্ভবত তার সঙ্গে রাজনৈতিক বৈঠক করবে । এর আগে , হামাসের কিছু সদস্য বলেছেন , ইসরাইল জর্দান নদীর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে যাবতীয় সৈন্য প্রত্যাহার করলেই কেবল হামাস ইসরাইলের সঙ্গে বৈঠক করার কথা বিবেচনা করবে । তবে হামাসের উচ্চ পদস্থ কর্মকর্তা বৈঠকের প্রস্তাব নাকচ করেছেন এবং বলেছেন যে , হামাস তার অবস্থান থেকে নড়বে না ।
|
|