১৭ জানুয়ারী আল জাঝিরা টেলিভিশন কেন্দ্রে ইরাকে অপহৃত মার্কিনীনারী জিম্মী সম্পর্কে খবর সম্প্রচারিত হয়েছে । অপহরণকারী সশস্ত্র সংস্থা মার্কিন পক্ষের প্রতি ৭২ ঘন্টার মধ্যে ইরাকের ভেতরকার নারী বন্দীদের মুক্তি দেবার দাবী জানিয়েছে। নইলে তারা জিম্মীকে হত্যা করার হুমকি দিয়েছে ।।
২০ সেকেন্ড দীর্ঘ টিভি সংবাদে অপহৃত মার্কিনী জিম্মী জিল ক্যারোলেরমুখ ফ্যাকাশে দেখিয়েছে , তাঁর চুল এলোমেল ছিল। তিনি ক্লান্তভাবে সাদা পটভূমির সামনে বসে ছিলেন ।
আল জাঝিরা টেলিভিশন কেন্দ্র ভিডিও ক্যাসেটের উত্স সম্পর্কে কিছু বলেনি । কেবল বলেছে যে , অপহরণকারীরা ভিটিও ক্যাসেটের সঙ্গে এক লিখিত বিবৃতি দিয়েছে । বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাছে ৭২ ঘন্টার মধ্যে ইরাকের ভেতরকার নারী বন্দীদের ছেড়ে দেয়ার দাবী জানানো হয়েছে । নইলে তারা জিম্মীকে হত্যা করবে ।
উল্লেখ্য, ২৮ বছর বয়সী ক্যারোল যুক্তরাষ্ট্রের খ্রীষ্টিয়ান সাইন্স মনিটর পত্রিকার লেখিকা , তিনি ৭ জানুয়ারী বাগদাদে পেশাগত কর্মরত অবস্থায় অপহৃত হন ।
|