জাপানের আসাহি পত্রিকার খবরে প্রকাশ ,জাপান সরকার বৈজ্ঞানিক তদন্তের নামে দক্ষিণ মেরুতে যে তিমি শিকার করে ব্রিটেন , ফ্রান্স, ব্রাজিল সহ ১৭টি দেশ ১৭ জানুয়ারী জাপান সরকারের কাছে দেয়া এক বিবৃতিতে তার প্রতিবাদ জানিয়েছে ।
জাপানস্থ ব্রাজিলীয় দূতাবাস ১৭ জানুয়ারী জাপানের পররাষ্ট্রমন্ত্রনালয়এবং কৃষি ,বন ও জলজসম্পদ মন্ত্রনালয়ের কাছে বিবৃতিটি অর্পন করেছে ।
গত ৮ নভেম্বর জাপানের তিমি মাছ শিকারী নৌবহর তোসে জেলার শিমোনোসেকি বন্দর থেকে রওয়ানা হয়ে দক্ষিণমেরুতে তিমি মাছ শিকার করতে গেছে । পরিকল্পনা অনুযায়ী আগামী এপ্রিল মাস পর্যন্ততারা মোট ৮৯০টি তিমি মাছ শিকার করবে । এটা এ পর্যন্ত জাপানের তিমি মাছ শিকারের বৃহত্তম পরিকল্পনা ।
|