v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-18 16:24:29    
১৮ জানুয়ারী,২০০৬ ক্রীড়া খবর

cri

পেইচিং অলিম্পিক্ম সাংগঠনিক কমিটি ১১ জানুয়ারী ঘোষণা করেছে, ১১ জানুয়ারী থেকে ২৬ মার্চ পযর্ন্ত সারা পৃথিবীতে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ –এর পদক নকশার ধারণা সংগ্রহ করা হবে। প্রকাশ্যে পদক নকশার ধারণা সংগ্রহ করা অলিম্পিক ক্রীড়ার ইতিহাসে প্রথম।

সম্প্রতি চীনের বিশেষ অলিম্পিক কমিটি ঘোষণা করেছে, চীনের চতুর্থ বিশেষ অলিম্পিক গেমস আগামী ২৯ জুলাই থেকে ৫ আগষ্ট পযর্ন্ত চীনের হারবিন শহরে অনুষ্ঠিত হবে। এবারকার জাতীয় বিশেষ অলিম্পিক গেমসে দৌঁড়-ঝাঁপ-নিক্ষেপ, সাঁতার প্রভৃতি ১০টি ইভেন্ট থাকবে। সারা চীন দেশের ৩৫টি প্রতিনিধি দলের ১৯০০জন ক্রীড়াবিদ এই গেমসে অংশ নেবেন।যারা বিশেষ অলিম্পিক গেমসে অংশ নেন তারাই সবই প্রতিবন্ধি । চীনে প্রায় ১ কোটি ৩০ লক্ষ মেধা প্রতিবন্ধি আছে।

১৫ জানুয়ারী সমাপ্ত ফ্রি স্টাইল স্কিং বায়ুময় কৌশন বিশ্ব কার্পের যুক্তরাষ্ট্রের ডিয়ার ভেলে ধাপের দ্বিতীয় দিনের প্রতিযোগিতায় চীনের গু সিন সিন নারী গ্রুপের চ্যাম্পীয়ন হয়েছেন।

জামার্নী ব্যাডমিন্টন উন্মুক্ত প্রতিযোগিতা ১৫ জানুয়ারী জার্মানীর পশ্চিমাংশের মুয়েলহেইম শহরে সমাপ্ত হয়েছে। চীন দল পুরুষ একক , নারী একক , নারী দ্বৈত আর মিশ্র খেলায় যথাক্রমে চ্যাম্পীয়ন আর রানাস-আপ পকেটস্থ হয়েছে। ছেন চিন ২:০ সেটে জেন হংকে পরাজিত করে পুরুষ একক দফার শীরোপা অজর্ন করেছেন, জে নিন ২:০ সেটে লুল্যানকে পরাজিত করে নারী একক দফার শীরোপা অজর্ন করেছেন।

দশম সামসন আগুন ও জাহাজী বিমা কাপ বিশ্ব উয়েছি উন্মুক্ত প্রতিযোগিতা ১৩ জানুয়ারী দক্ষিণ কোরিয়ার সিউলে সমাপ্ত হয়েছে। চীনের দাবারু লো শি হো দক্ষিণ কোরিয়ার নাম-করা দাবারুকে পরাজিত করেছেন।

২০০৬ সালের স্লোক বিশ্ব পেশাদার বিলিয়েদ চ্যাম্পীয়নশীপের বাছাই প্রতিযোগিতা ৬ থেকে ১৩ জানুয়ারী পযর্ন্ত ব্রিটেনে তিন দফা প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। চীনের ১৮ বছর বয়স্ক তিন চিন হুয়ে প্রতিযোগিতায় পর পর বিশ্বের কয়েক জন প্রতিযোগিকে পরাজিত করেছেন। বাছাই প্রতিযোগিতার চতুর্থ দফা প্রতিযোগিতা আগামী মার্চ মাসের মাঝখানে অনুষ্ঠিত হবে।

১৪ জানুয়ারী চীনের দক্ষিণাংশের গুওয়াংযৌ শহরে চীনের জাতীয় নারী ফুটবল দল আর যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের মধ্যে একটি ওয়ামিংআপ প্রতিযোগিতা চালানো হয়েছে। চীন দল ১:০ গোলে যুক্তরাষ্ট্রের নারী দলকে পরাজিত করেছেন। আগামী ১৮ থেকে ২২ জানুয়ারী পযর্ন্ত চাঁর দেশীয় নারী ফুটবল আমন্ত্রনী প্রতিযোগিতা গুওয়াংযৌ শহরে আয়োজিত হবে। ফ্রান্স দল, নরওয়ে দল, যুক্তরাষ্ট্র দল এবং চীন দল এবারকার আমন্ত্রনী প্রতিযোগিতায় যোগ দেবে।

২০০৬ সালের বিশ্ব পুরুষ বাস্কিট বল প্রতিযোগিতার গ্রুপ লটারী অনুষ্ঠান ১৫ জানুয়ারী জাপানের টোকিওটে অনুষ্ঠিত হবে।এই প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ২০টি দল চাঁরটি গ্রুপে ভাগ করা হবে।

১৫ জানুয়ারী জোহানেস্বোরগে আয়োজিত দক্ষিণ আফ্রিকার যুব ফুটবল আমন্ত্রনী প্রতিযোগিতার ফাইনাল খেলায় চীনের ১৯ যুব ফুটবল দল ৩: ১ গোলে দক্ষিণ আফ্রিকার ২৩ যুব দলকে পরাজিত করে এবারকার প্রতিযোগিতার চ্যাম্পীয়ন হয়েছে। মোট আটটি দেশের যুব দল এবারকার প্রতিযোগিতায় অংশ নিয়েছে।