v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-18 16:01:59    
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক

cri
    ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক(ই সি বি)১৯৯২ সালের "মাসট্রিহট চুক্তি" নিয়ম অনুসারে ১৯৯৮ সালের পয়লা জুলাই প্রতিষ্ঠিত হয়। আগে তা ছিলো ফ্রান্কফোর্টে অবস্থিত ইউরোপীয় মুদ্রা ব্যুরো। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব হচ্ছে মুদ্রার স্থিতিশীলতা রক্ষা করা, প্রধান সুদের হার, মুদ্রার জমা ও প্রকাশ বিষয়ক ব্যবস্থাপনা এবং ইউরোপীয় মুদ্রা নীতি প্রণয়ন করা। তার দায়িত্ব ও কাঠামো জার্মান ফেডারেল ব্যাংকের ধাঁচ অনুসারে ধার্য করা হয়। তা হচ্ছে একটি স্বাধীন সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশের সরকারের নিয়ন্ত্রিত নয়।

    ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বিশ্বে আন্তঃদেশীয় মুদ্রা ব্যবস্থাপনা করার কেন্দ্রীয় ব্যাংক। স্বাধীনতা হচ্ছে তার একটি লক্ষণীয় বৈশিষ্ট্য। তা ই ইউ'র শীর্ষ সংস্থার নির্দেশনা এবং বিভিন্ন দেশের সরকারের তত্ত্বাবধান গ্রহণ করে না। তা হচ্ছে ই ইউ'র ভেতরে ইউরো প্রকাশ করার অনুমতি পাওয়া একমাত্র সংস্থা। ১৯৯৯ সালের পয়লা জানুয়ারী ইউরো আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর ১১টি ইউরো-ব্যবহারকারী দেশের সরকার মুদ্রা নীতি প্রণয়নের অধিকার হারিয়ে ফেলে। তাদেরকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রণীত মুদ্রা নীতি পালন করতে হবে।

    ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সাংগঠনিক সংস্থার মধ্যে রয়েছে : কার্যনির্বাহী পরিচালকমন্ডলী, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কমিটি এবং সম্প্রসারণ কমিটি। কার্যনির্বাহী পরিচালকমন্ডলী(ডিরেকটরস বোর্ড)গভর্ণর, ভাইস গভর্ণর এবং পরিচালকমন্ডলীর ৪ জন ডিরেকটর নিয়ে গঠিত। তার দায়িত্ব হচ্ছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের দৈনন্দিন কর্ম নির্বাহ করা। কার্যনির্বাহী পরিচালকমন্ডলী ও ১২টি ইউরো দেশের কেন্দ্রীয় ব্যাংকের গর্ভণরদের নিয়ে গঠিত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কমিটির দায়িত্ব হচ্ছে মুদ্রার নীতি প্রণয়ন করা এবং ইউরো অঞ্চলের মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখা। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সম্প্রসারণ কমিটি কেন্দ্রীয় ব্যাংকের গর্ভণর, উপ গভর্ণর এবং ই ইউ'র ১৫টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর নিয়ে গঠিত। তার কর্তব্য হচ্ছে অইউরো দেশগুলোর সঙ্গে ইউরো দেশগুলোর যোগাযোগ বজায় রাখা।

    ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কমিটির নীতি-নির্ধারনে সহজ সংখ্যাগরিষ্ঠ ভোট ব্যবস্থা অবলম্বন করা হয়। প্রত্যেক কাউন্সিলারের শুধু একটি ভোট আছে। মুদ্রা নীতির ক্ষমতা একীভূত, তবে বিভিন্ন ইউরো-দেশের কেন্দ্রীয় ব্যাংক এই নীতি কার্যকরী করার বাস্তব দায়িত্ব বহন করে। বিভিন্ন ইউরো দেশের কেন্দ্রীয় ব্যাংকের যার যার বৈদেশিক মুদ্রার মজুদ পরিমাণ আছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের শুধু ৫০ বিলিয়ন ইউরো রিজার্ভ তহবিল আছে। বিভিন্ন সদস্য দেশের কেন্দ্রীয় ব্যাংক ইউরো অঞ্চলে যার যার জনসংখ্যার অনুপাত ও জি ডি পি'র অনুপাত অনুসারে তা যুগিয়ে দেয়।

    ১৯৯৮ সালের ৩ মে ব্রাসেলসে অনুষ্ঠিত ই ইউ'র বিশেষ শীর্ষ সম্মেলনে ভিম দুইসেন্বের্গ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রথম গভর্ণর নির্বাচিত হন। তিনি আগে ছিলেন ইউরোপীয় মুদ্রা ব্যুরোর মহাপরিচালক। তার কার্যমেয়াদ ৮ বছর। বর্তমান ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর হচ্ছেন জিন ক্লৈদ ট্রিছেট নামে একজন ফরাসী।

    ২০০১ সালের ১২ জুন চীনা গণ ব্যাংকের গভর্ণর তেই শিয়াংলোং ফ্রান্কফোর্টে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সফর করেন।