ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ দৌস্ট-ব্লাজি ১৭ জানুয়ারী প্যারিসে আন্তর্জাতিক সমাজের প্রতি ইরানের পারমাণবিক সমস্যার সমাধানে মতৈক্য হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ফ্রান্স এর জন্যে প্রয়াস চালিয়ে যাবে।
তিনি বলেছেন, ১৬ জানুয়ারী লন্ডনে অনুষ্ঠিত রুদ্ধদ্বার সম্মেলনে, ফ্রান্স, ব্রিটেন আর জার্মানী আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক মোহামেদ এল-বারাদেইয়ের প্রতি ইরানের পারমাণবিক জ্বলানির গবেষণা সম্পর্কে জাতি সংঘ নিরাপত্তা পরিষদের কাছে একটি রিপোর্ট দাখিল করার দাবি জানিয়েছে। তিনি বলেছেন, ফ্রান্স যথাসম্ভব ইরানের পারমাণবিক সমস্যায় আন্তর্জাতিক সমাজের মতৈক্য হওয়ার জন্যে প্রয়াস করবে, যাতে ইরানের পারমাণবিক সমস্যার সমাধান ত্বরান্বিত করা যায়।
|