চীনের ইন্টারনেট তথ্য কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যান থেকে দেখা গেছে, গত বছরের শেষ নাগাদ চীনের নেটিজেনের সংখ্যা ১১.১ কোটি। তা দেশের জনসংখ্যার ৮.৫ শতাংশ।
এই পরিসংখ্যানে আরো প্রকাশ, চীনের ইন্টারনেট উন্নয়নের দিক থেকে শহর ও গ্রাম এবং পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে বিরাট ব্যবধান আছে। শহরের চেয়ে গ্রামে নেটিজেনের সংখ্যা খুব কম।
জানা গেছে, চীনের ইন্টারনেট একটি পেশাগত নেট থেকে সমাজের ব্যাপক জনসাধারণের ইন্টারনেটে পরিণত হয়েছে। নেটিজেনের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। ইন্টারনের্টের দ্রুত উন্নয়নে সংশ্লিষ্ট ক্ষেত্র, যেমন ই-মেইল, সার্চ ইঞ্জিন, নেট ব্যাংক, নেট ব্যবসা, নেটওয়ার্কের খেলা ইত্যাদি পরিসেবার উন্নয়ন খুব দ্রুত।
বর্তমান বিশ্বের নেটিজেনের সংখ্যা প্রায় ৯৭ কোটি। তা বিশ্ব জনসংখ্যার ১৫.২ শতাংশ।
|