চীনের প্রেসিডেন্ট হু চিন থাও বলেছেন , তাইওয়ান প্রণালীর দু'পারের লোকজনের আদান -প্রদানআর অর্থনৈতিক আর সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে হবে এবং দুই পারের সম্পর্ককে শান্তি আর স্থিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ।
সম্প্রতি ফু চিয়ান প্রদেশ পরিদর্শন করার সময়ে হু চিন থাও বলেছেন , শান্তির অন্বেষণ , সহযোগিতা বাড়ানো, উন্নয়নের প্রচেষ্টা এবং দুই তীরের মধ্যে শান্তিপূর্ণ আর স্থিতিশীল বিকাশের সম্পর্ক গড়ে তোলাই হচ্ছে দুই তীরের চীনাদের অভিন্ন আশা-আকাংক্ষা । তা যুগের উন্নয়নের স্রোতের সংগেও সংগতিপূর্ণ ।
তিনি আরো বলেছেন , মূল ভুভাগে পুঁজি বিনিয়োগ করে শিল্পপ্রতিষ্ঠান চালু করা এবং অলিম্পিক্সের নির্মাণকাজে অংশ নেয়ার জন্যে সমর্থন আর উত্সাহিত করার জন্যে আরো উন্নত অবস্থার সৃষ্টি করতে হবে ।
|