|
 |
(GMT+08:00)
2006-01-17 19:43:57
|
চীনের উপপ্রধানমন্ত্রী চেং ফেই ইয়ান বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০০৬ সালের বার্ষিক অধিবেশনে অংশ নেবেন
cri
চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র খোং ছুয়ান ১৭ জানুয়ারী পেইচিংয়ে ঘোষণা করেছেন , চীনের উপপ্রধানমন্ত্রী চেং ফেই ইয়ান বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০০৬ সালের বার্ষিক অধিবেশনে অংশ নেবেন । খোং ছুয়ান বলেছেন , চীনের উপপ্রধানমন্ত্রী চেং ফেই ইয়ান আমন্ত্রণক্রমে আগামী ২৫শে থেকে ২৯শে জানুয়ারী সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০০৬ সালের বার্ষিক অধিবেশনে যোগ দেবেন । এবারকার অধিবেশনের আলোচ্য বিষয় হবে নতুনত্ব সৃষ্টি করা এবং ভবিষ্যত্ আকঁড়ে ধরা । অধিবেশনে বিশ্ব অর্থনীতির কাঠামো আর ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সমস্যা নিয়ে আলোচনা করা হবে । অধিবেশনে চেং ফেই ইয়ান একটি বিশেষ ভাষণ দেবেন । তিনি তার ভাষণে চীনের আর্থ- সামাজিক উন্নয়নের সংশ্লিষ্ট নীতি আর পদক্ষেপ ব্যাখ্যা করবেন ।
|
|
|