১৭ জানুয়ারী একজন ফিলিস্তিনী প্রত্যক্ষদর্শী বলেছেন , ইসরাইলী প্রতিরক্ষা বাহিনী ১৭ জানুয়ারী ভোরে জর্দান নদীর পশ্চিম তীরের তুলকার্মে হামাসের একজন উচ্চ পদস্থ সদস্যকে হত্যা করেছে ।
এই প্রত্যক্ষদর্শী বলেছেন , নিহত এই হামাসের সদস্য হলেন হামাসের তুলকার্ম শাখার নেতা । ইসরাইলী বাহিনী সেদিন এই সদস্যের লুকিয়ে থাকার জায়গা ঘিরে ফেলে , দু'পক্ষের গুলি বিনিময়ে এই সদস্য নিহত হন । পরে ইসরাইলী বাহিনীর একজন মুখপাত্র এই খবরের সত্যতা স্বীকার করেছে ।
তুলকার্মে হামাসের মুখপাত্র ইসরাইলী বাহিনীর নিন্দা করেছে এবং বলেছে যে , হামাস নীরবতা বজায় রাখবে না ।
অন্য খবরে জানা গেছে , সেদিন ভোরে জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলী বাহিনী ১৮ জন ফিলিস্তিনী সশস্ত্র ব্যক্তিকে গ্রেফতার করেছে।
|