দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী বান কি মুন ১৬ জানুয়ারী সিউলে জাপানী সংবাদদাতাদের বলেছেন , ঐতিহাসিক সমস্যার সমাধান না হলে দক্ষিণ কোরিয়া-জাপান সম্পর্কের উন্নয়ন হবে না ।
জাপানী সংবাদমাধ্যমের এক খবরে প্রকাশ , বান কি মুন একই দিন জোর দিয়ে বলেছেন , জাপানী প্রধানমন্ত্রীর ইয়াসুকুনী সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সমস্যার সমাধান না হলে দক্ষিণ কোরিয়া-জাপান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে না । তিনি বলেছেন , দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে ইয়াসুকুনি সমাধি , ঐতিহাসিক পাঠ্যপুস্তক ও তাকেশিমা সহ তিনটি সমস্যা বিদ্যমান । তিনটি সমস্যার নিষ্পত্তিপ্রধানত জাপানের উপর নির্ভরশীল । যদি জাপানী প্রধানমন্ত্রী কোইজুমি জুনিচিরোর উত্তরাধিকারী ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন না করেন , জাপান সরকার সঠিকভাবে ঐতিহাসিক সমস্যার মূল্যায়ন করে এবং তাকেশিমার ব্যাপারে বাধা সৃষ্টি না করে , তাহলে এই তিনটি সমস্যার সমাধান সম্ভব হবে ।
|