ইরানের প্রেসিডেন্টমাহমুদ আহমাদীনেজাদ ১৭ জানুয়ারী ইরানের সংস্কৃতি ও ইসলাম বিষয়ক মন্ত্রনালয়ের উদ্দেশ্যে সি-এন-এনের উপর জারি করা নিষেধাজ্ঞা বাতিল করার নির্দেশ দিয়েছেন ।
ইরানের সরকারী বার্তাসংস্থার খবর অনুযায়ী ইরানের সংস্কৃতি ও ইসলাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী ১৭ জানুয়ারী প্রেসিডেন্ট অফিসের প্রধানের এক চিঠি পেয়েছেন । চিঠিতে বলা হয়েছে , ইরানী প্রেসিডেন্ট মনে করেন যে , সি-এন-এনের খবর পেশাদারী নৈতিকতা লংঘণ করেছে বটে , কিন্তু সে প্রকাশ্যে ক্ষমাচেয়েছে বলে তাকে ইরানে সাংবাদিক তত্পরতা চালাতে অনুমোদন দেয়া উচিত ।
ইরানী প্রেসিডেন্ট নেজাদ ১৪ জানুয়ারী এক তথ্যজ্ঞাপন সভায় বলেছেন , পরমানু শক্তির শান্তিপূর্ণব্যবহারের অধিকার ইরানের আছে । এ ধরণের অধিকার থেকে তাকে বাঞ্চিত করা যাবে না । কিন্তু সি-এন-এন তার সরাসরি সম্প্রচারে কথাটাকে ভুল করে " পরমানু অস্ত্রধারী হওয়া ইরানের অবাঞ্চিত অধিকার বলে অনুবাদ করেছে । ১৬ জানুয়ারী সি-এন-এন খবর সম্প্রচারের সময়ে তার পেশাদারী নৈতিকতা লংঘণ করেছে বলে ইরানস্থ তার যাবতীয় প্রতিনিধিদের অনুমতিপত্রবাতিল করা হয় ।
|