v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-17 17:19:56    
বানর রাজা সুন উখোং (২৬)

cri
    মুক্তি পেয়েই আচার্যকে প্রণাম করলো শিশুটি । আচার্য তাক ঘোড়ায় চড়ে বাড়ি যেতে বললেন । শিশুটি জানালো গায়ের ব্যথায় ঘোড়ায় চড়তে পারবে না সে । তখন গুরুর নির্দেশে উখং তাকে পিঠে করে তার বাড়ি পৌঁছে দিতে গেলো । প্রথমে শিশুর ওজন ছির মাত্র তিন কিলোর মত । পরে তা হাজার কিলোর মতো ভারি হলো । এরি মধ্যে আসল দানব আকাশে উঠে নকল দানবকে শিশুর রুপে উখোং-এর পিঠে বসিয়ে রেখেছে ।

    উখোং আর ভার সহ্য করতে না পেরে রাগ করে শিশুটির পা ধরে পাথরের জোরে আছাড় মারলো । সঙ্গে সঙ্গে মারা গেলো শিশুটি ।

    আকাশে পলাতক আসল দানব তখন প্রচন্ড ঝড় তুললো । প্রবল ঝড়ে শিষ্যরা কেউ মাথা তুলতে পারলো না । সেই সুযোগে দানব আচার্যকে নিয়ে উড়ে গেলো । দেখতে পেলো না কেউ ।

    উখোং বুঝলো দানবই এই ঝড় তুলেছে এবং গুরুকেও সে-ই নিয়ে গেছে । তারা তিন জন পাহাড়ে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো আচার্যকে । কিন্তু গুরুর কোনোই খোঁজ পাওয়া গেলো না । বেশ চিন্তিত হয়ে পড়লো সকলে ।

    উখোং একটি মন্ত্র পড়ে নিজের চেহারা বদল করলো । তার হল তিনটি মাথা , ছয়টা হাত আর তিনটে লাঠি । লাঠি দিয়ে সে এলোপাথাড়ি মারতে লাগলো পাহাড়ের গায়ে । তখন পাহাড়ের দেবতা দেখা দিলেন । তাঁকে জিজ্ঞাসা করে উখোং জানতে পারলো যে এই পাহাড়ে আছে গরু দানবের ছেলে । তার নাম লাল কুমার । সে এক সময় পাহাড়ে তপস্যাও করতো । এখন সে ঝর্ণার পাশের গুহায় থাকে ।

    উখোং এক ডিগাবাজি খেয়ে গেলো সেই গুহার দিকে । পেছনে পেছনে গেলো চু এবং শা । একটু পরেই সে একটি ঝর্ণা দেখতে পেলো । তার পাশেই এক গুহা । সেখানে লেখা হোং ইং । চু আর ভিক্ষুকে বাইরে রেখে উখো গুহার ভেতরে যেতে চাইলো একাই । গুহার দরজায় পাহারারত দানবদের কাছে চিত্কার করে বললো , আচার্যকে এখুনি ফেরত দাও । নইলে কেউ আস্ত থাকবে না বলে দিচ্ছি ।

    খবর পেয়ে লাল কুমার দানব বর্শা হাতে বেরিয়ে আসলো । শুরু হয়ে গেলো লড়াই । বিশ দফা লড়াই হলো । দানব যখন হেরে যাচ্ছে ঠিক এমন সময় ভিক্ষু শা আর চু যোগ দিলো লড়াই-এ । দানবের অবস্থা আরও কাহিল হলো ।

    দানব ছুটে গিয়ে তার রথের উপর দাঁড়িয়ে মন্ত্র পড়ে নিজের নাকের উপর আঘাত করলো । সঙ্গে সঙ্গে তার নাক এবং পাঁচ রথ থেকে বের হলো বিশাল শিখার আগুন । পাচিয়ে আর শা উপায় না দেখে গেলো পালিয়ে।

    উখোং মন্ত্র পড়লো আত্মরক্ষার জন্য । ফলে আগুন তার গায়ে লাগলো না । সে আগুন নেভানোর জন্য পুর্ব সাগরের চার ড্রাগন রাজার কাছে গেলো চাইতে । তারা সঙ্গে সঙ্গে মেঘে চড়ে আসলো গুহার সামনে ।

    উখোং আবার গুহার সামনে এসে আচার্যকে ফেরত চাইলো । লার কুমার বের হয়ে বললো যে আচার্যকে সে রান্না করে খাবে । এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবার শুরু হলো যুদ্ধ । আবারও দানবতার নাক থেকে আগুন ছাড়লো । এবার আকাশ থেকে বিপুল পরিমাণ পানি ছেড়ে দিলো ড্রাগন রাজারা । কিন্তু তাতে আগুন না নিবে জ্বলে উঠলেন আরও জোরে । ঐ আগুনের মধ্য দিয়েই উখোং ছুটে গেলো দানবকে ধরতে । সে তখন মুখ থেকে ধোঁয়া ছাড়লো । উখোং এক চোখ ব্যথা পেলো এবং পানির মধ্যে পড়ে অজ্ঞান হয়ে গেলো ।