v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-17 16:35:30    
১৭ জানুয়ারী

cri
    অবৈধভাবে এক শিক্ষককে গ্রেফতার করার প্রতিবাদে ছেই ইয়েন পেই পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ করেন

১৯২৩ সালের ১৭ জানুয়ারী পিকিং বিশ্ববিদ্যালয়ের কতৃর্পক্ষ অবৈধভাবে একজন বিপ্লবী বিক্ষককে গ্রেফতার প্রতিবাদে ছেই ইয়েন পেই পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ করেন।

    চীনের কমিউনিষ্ট পাটির ঘোষণা: গৃহ-যুদ্ধ বন্ধ করে মিলিতভাবে জাপানের বিরুদ্ধে লড়াই করা

১৯৩৩ সালের ১৭ জানুয়ারী মাও ছে ডং এবং জুডের প্রকাশিত একটি ঘোষণায় বলা হয়, জাপানী আক্রমনকারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য সারা চীন দেশের জনসাধারণের ঐক্যবদ্ধ হওয়া উচিত।

    দ্বিতীয় মহা যুদ্ধে সৌভিয়েত সৈন্যবাহিনী হুওয়াশা দখল করে নেয়

১৯৪৫ সালের ১৭ জানুয়ারী সৌভিয়েত সৈন্যবাহিনী পুল্যান্ডের রাজধানী হুওয়াশা দখল করে নেয়

    সুইডেনের কূটনীতিবিদ নিখুঁজ হয়ে ওয়ালেনবা ঘটনার সৃষ্টি হয়

১৯৪৫ সালের ১৭ জানুয়ারী নিখুঁজ-হওয়া সুইডেনের কূটনীতিবিদ ওয়ালেনবাকে স্মরণ করার জন্যে প্রত্যেক বছরের ১৭ জানুয়ারী পশ্চাত্য দেশগুলোতে আলাদা আলাদাভাবে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় মহা যুদ্ধের শেষ দিকে অথাত ১৯৪৪ সালে ওয়ালেনবা ছিলে হাংগেরিতে সুইডেনের দূতাবাসের একজন প্রথম সচিব। তখন তাঁর একটি বিশেষ কতর্ব্য ছিল। তা হল জার্মানীর হাতে লঞ্জিত ইহুদিদের যত বেশী সম্ভব বাঁচানো।তিনি ঝুঁকি উপেক্ষা করে আধা বছরের মধ্যে হাংগেরিয়ান ইহুতিকে সুইডেনে যাওয়ার ভিজার দেন। তাঁর এই আচরণ যুক্তরাষ্ট্রের আথির্ক সহায়তা পায়।তবে ১৯৪৫ সালের জানুয়ারী মাসে     সৌভিয়েত ইউনিয়নের সৈন্যবাহিনী পুদাপেষ্ট দখল করার পর ওয়ালেনবা নিখুঁজ হন।

    কানগোর প্রথম প্রধান মন্ত্রী লুমেনবা গুপ্ত ঘাতকের হাতে প্রাণহানি ঘটে

১৯৬১ সালের ১৭ জানুয়ারী কানগোর প্রথম মন্ত্রী লুমেনবা গুপ্ত ঘাতকের গুলিতে প্রাণ হারান। ১৯৬০ সালে কানগো স্বাধীন হওয়ার পর তিনি কানগোর প্রধান মন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রী ।১৯৬১ সালের মার্চ মাসে আয়োজিত নিখিল আফ্রিকার জনগণের তৃতীয় অধিবেশনে ঘোষণা করা হয় যে তিনি আফ্রিকার একজন বীর।

    চীনের চতুর্থ জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশন পেইচিংএ অনুষ্ঠিত হয়

১৯৭৫ সালের ১৩ থেকে ১৭ জানুয়ারী পযর্ন্ত চীনের চতুর্থ জাতীয় গণ কংগ্রেরন প্রথম অধিবেশন পেইচিংএ অনুষ্ঠাত হয়। ২৮৬৪ জন প্রতিনিধি এই অধিবেশনে অংশ নেন ।অধিবেশনের আলোচ্য বিষয় ছিল: সংবিধান সংশোধন করা, সরকারের কার্যিবিপনী নিয়ে আলোচনা করা।

    প্রথম উপ-সাগরের যুদ্ধ বাঁধে

১৯৯১ সালের ১ জানুয়ারী ভোরবেলায় যুক্তরাষ্ট্রের পরিচালিত বহুদেশীয় সৈন্যবাহিনী ইরাকের উপর আক্রমন চালায়। ছ' সপ্তাহের পর ইরাক কুওয়েত থেকে প্রত্যাহার করে এবং জাতি সংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ করে।

    প্রথম মেয়াদের জেন চিয়া গেন পুরুস্কার বিস্তরণ করা হয়

জেন চিয়া গেন পুরুস্কারকে চীনের নবেল পুরুস্কার হিসেবে গণ্য করা হয়। জেন চিয়া গেন ছিলেন একজন দেশ-প্রেমিক চীনা প্রবাসী। ১৯৮৯ সালের ১৭ জানুয়ারী প্রথম মেয়াদের জেন চিয়া গেন পুরুস্কার পেইচিং বিজ্ঞান ভবনে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়।