চীন সরকার, ই ইউ ও বিশ্ব ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত বার্ড ফ্লু প্রতিরোধ সম্পর্কিত আন্তর্জাতিক চাঁদা সংগ্রহ সম্মেলন ১৭ জানুয়ারী পেইচিংয়ে উদ্বোধন হয়েছে।
সম্মেলনের প্রথম দিন হচ্ছে উচ্চপদস্থ কর্মকর্তাদের অধিবেশন। অধিবেশনে প্রধানত বার্ড ফ্লুর বর্তমান পরিস্থিতি, প্রতিরোধের জন্যে চাঁদা এবং প্রযুক্তির চাহিদা পর্যালোচনা করা হয়েছে। দ্বিতীয় দিন হচ্ছে মন্ত্রী পর্যায়ের অধিবেশন। সংশ্লিষ্ট দেশ ও সংস্থা বার্ড ফ্লুর প্রতিরোধের জন্যে চাঁদা দেয়ার কথা ঘোষণা করবে।
খবরে প্রকাশ, সম্মেলনে বার্ড ফ্লুর মোকাবেলার জন্যে বিভিন্ন দেশের রাজনৈতিক সংকল্প প্রতিফলন করা "পেইচিং ঘোষণার" মাধ্যমে পরবর্তী সহযোগিতার উন্নয়নের দিক নির্দেশ করা হবে।
|