চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওসিং ১৬ জানুয়ারী মোনরোভিয়ায় নতুন প্রতিনিধি পরিষদের স্পীকার এদওয়িন স্নৌর সঙ্গে সাক্ষাত্ করেছেন।
লি চাওসিং বলেছেন, চীন সরকার আর জনগণ লাইবেরিয়ার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সমৃদ্ধি ও সম্প্রীতি বাস্তবায়নের শুভ কামনা করে। চীন ও লাইবেরিয়া রাজনীতিতে পারস্পরিকভাবে সমর্থন এবং সাহায্য করে, অর্থনীতিতে পারস্পরিকভাবে সহযোগিতা এবং যৌথ উন্নয়ন করে। এটা দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ। তিনি বলেছেন, চীন লাইবেরিয়া সরকার ও সংসদ এক চীন নীতিতে অবিচল থাকার জন্যে উচ্চ প্রশংসা করে।
এদওয়িন স্নৌ বলেছেন, লাইবেরিয়া জাতীয় অন্তবর্তিকালিন সংসদে গত আগস্ট মাসে এক চীন নীতিতে অবিচল থাকা সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। লাইবেরিয়া সংসদ চীনের জাতীয় গণ কংগ্রেসের সঙ্গে যোগাযোগ জোরদার করতে এবং দু'দেশের সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক।
একই দিন লি চাওসিং চীনের প্রেসিডেন্ট হু চিনথাওয়ের বিশেষ দূত হিসেবে লাইবেরিয়া নতুন প্রেসিডেন্ট জহন্সোন সির্লীফের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
|