২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিন বছরের মধ্যে উত্তর-পূর্ব চীনের সামাজিক নিশ্চয়তা বিধান ব্যবস্থা গড়ে তোলার কাজে ব্যবহারের জন্যে চীন সরকার উত্তর-পূর্ব চীনের তিনটি প্রদেশের জন্যে৬৬.১ বিলিন রেনমিনপি বরাদ্দ করেছে ।
চীনের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি ইয়োং বলেছেন , এই সব পুঁজি প্রধানত শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মচারী আর শ্রমিকদের মৌলিক ভাতা তহবিলের সাহায্য , রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্ম-চ্যুত শ্রমিকদের জীবনযাত্রার নিশ্চয়তা বিধান এবং শহরবাসীদের সর্বনিম্ন জীবনযাপনের সাহায্যের কাজে ব্যবহার করা হয়েছে ।উত্তর - পূর্ব চীন অঞলে লিয়াও নিং , চিলিন আর হেলুংচিয়াং প্রদেশ অন্তর্ভূক্ত । এই অঞ্চলের লোকসংখ্যা দশ কোটি । তা চীনের একটি পুরনো শিল্প ঘাঁটি ।
|