মঙ্গোলিয়ার অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রী ১৬ জানুয়ারী বলেছেন , মঙ্গোলিয় সরকারের পতন মঙ্গোলিয়ার পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলবে না । নতুন সরকার শিগ্গীরই প্রতিষ্ঠিত হবে এবং আগের মতোই ভবিষ্যতেও বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করবে ।
একই দিন তিনি মঙ্গোলিয়াস্থ বিদেশী কুটনীতিক ও সাংবাদিকদের বলেছেন , মঙ্গোলিয়ার সংসদে গণ পার্টি সবচেয়ে বেশী আসনের অধিকারী । গণ পার্টি অন্যান্য রাজনৈতিক পার্টির সঙ্গে নতুন সরকার প্রতিষ্ঠা করার বিষয়ে আলোচনা করবে । তিনি আরও বলেছেন , মঙ্গোলিয়া ২০ জানুয়ারীর আগে নতুন প্রধানমন্ত্রী আর ২৭ জানুয়ারীর আগে নতুন মন্ত্রীসভার সদস্যদের নিযুক্ত করার চেষ্টা চালাবে ।
১১ জানুয়ারী ক্ষমতাসীনগণ পার্টির ১০জন সদস্য বর্তমান যুক্ত সরকারের অকার্যকরীতার অজুহাতে পদত্যাগ করেছেন । মঙ্গোলিয়ার সংবিধান অনুযায়ী সরকারের অর্ধেক সদস্য একই সময় পদত্যাগ করলে সরকারের পতন ঘটবে ।
|