|
 |
(GMT+08:00)
2006-01-16 18:30:30
|
 |
কোরিয়া-মার্কিন মৌলিকচুক্তি লংঘনের ক্ষতিপূরণদাবি করার অধিকার উত্তর কোরিয়ার আছে
cri
উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমের ১৬ জানুয়ারীর এক খবরে প্রকাশ , "কোরিয়া উপদ্বীপের শক্তিসম্পদ উন্নয়ন সংস্থা" সার্বিকভাবে যে উত্তর কোরিয়ার লাইট ওয়াটার রি-এক্টরের নির্মান কাজ বন্ধ করেছে এবং যাবতীয় কর্মীদের সরিয়ে নিয়েছে তা ১৯৯৪ সালে স্বাক্ষরিত কোরিয়া-মার্কিন মৌলিক চুক্তি লংঘন করার তত্পরতা , তাই যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করার অধিকার উত্তর কোরিয়া সংরক্ষণ করে । কোরিয়া ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির মুখপত্র" রোদোং সিনমুনের এক ভাষ্যে বলা হয়েছে , ২০০৩ সালের আগে উত্তর কোরিয়ায় যুক্তরাষ্টেরদুটি লাইট ওয়াটার রি এক্টরপ্রতিষ্ঠা করা মৌলিক চুক্তিটির এক প্রধান বিষয় । কিন্তু বুশ সরকার ক্ষমতাসীন হওয়ার পর চুক্তিটি কার্যকরী করতে অস্বীকার করেছে এবং চুক্তিটি লংঘন করার দায়িত্ব উত্তর কোরিয়ার উপর চাপিয়ে দিয়েছে । এথেকে প্রমানিত হয়েছে যে , যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার প্রতি বৈরীতামূলক নীতি জোরদার করছে । ভাষ্যটিতে আরও বলা হয়েছে , যুক্তরাষ্ট সার্বিকভাবে লাইট ওয়াটার রি এক্টর নির্মান কাজ বন্ধ করায় উত্তর কোরিয়ার বিরাট ক্ষতি হয়েছে বলে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণদাবি করার অধিকার উত্তর কোরিয়া সংরেক্ষণ করে ।
|
|
|