 ১৫ জানুয়ারী আয়োজিত চিলির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটদানে ক্ষমতাসীন পার্টির পদপ্রার্থী মিশেল ব্যাছেলেট সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে "চিলির জন্য" পার্টির পদপ্রার্থী সেবাস্টিয়ান পিনেরাকে হারিয়ে চিলির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ।
চিলির নির্বাচন কমিশনের সেদিন সন্ধ্যায় প্রকাশিত তৃতীয় ভোট গননার ফলাফল অনুযায়ী ৯৯.৭১ শতাংশ ভোটের মধ্যে ব্যাছেলেট ৫৩.৪৯ শতাংশ ভোট পেয়েছেন ।
ক্ষমতাসীন পার্টির নির্বাচনী সদর দপ্তর ব্যাছেলেটের বিজয়ের খবর ঘোষণা করার পর পিনেরাও টেলিভিশন ভাষণে ব্যাছেলেটকে অভিনন্দন জানিয়েছেন ।
|