v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-16 16:36:47    
০৯---১৬,জানুয়ারী,২০০৬

cri
পেইচিংএ মুসলমানদের ঈদ-উল আযহা উদযাপন

১০ জানুয়ারী মুসলমানদের ঐতিহ্যিক উত্সব---ঈদ -উল আযহা। ৯ জানুয়ারী চীনে নিযুক্তকয়েকটি ইসলামী দেশের রাষ্ট্রদূত এবং পেইচিংএর বিভিন্ন মহলের মুসলমানরা এই উত্সব উদযাপন করেছেন।চীনের ইসলামী সোসাইতির মহা পরিচালক, ইমাম ছেন গুয়াং ইউয়ান উদযাপনী অনুষ্ঠানে বলেছেন, নতুন বছরে চীনের ইসলামী সোসাইটির অব্যাহতভাবে বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে যোগাযোগ আর আদান-প্রদান করবে।

বর্তমানে চীনের হুই জাতি, ওয়েইগুর জাতি, কাজাখ জাতি প্রভৃতি দশটি জাতি ইসলামী ধর্মে বিশ্বাসী। মুসলিমদের সংখ্যা ২ কোটিরও বেশী। তারা চীন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন।

চীন ২০২০ সালে নতুন ধরনের দেশকে গড়ে তোলার প্রচেষ্টা চালাবে

আগামী ১৫ বছরে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের লক্ষ হল: ২০২০ সালে নতুন ধরনের দেশকে গড়ে তোলা, যাতে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন আর্থ-সমাজিক উন্নয়নের প্রবল স্তম্ভে পরিণত হয়।৯ জানুয়ারী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এ কথা বলেছেন।চীনের বিজ্ঞান আ্যকাডিমির আ্যকাডেমিশনসেন হন জি এ প্রসঙ্গে বলেছেন, উদ্ভাবনের ক্ষমতা উন্নত করা, অর্থনীতির বৃদ্ধির পদ্ধতির রুপান্তরের বাস্তবায়ন চীনের অর্থনৈতিক উন্নয়নের সম্মুখীন অত্যন্ত জরুরী নীতির বাছাই হয়ে দাঁড়িয়েছে।

পরিসংখ্যাণ অনুযায়ী, বতর্মানে অর্থনীতির বৃদ্ধিতে চীনের বিজ্ঞান ও প্রযুক্তির প্রগতির অবদান হার মাত্র ৩৯ শতাংশ। তবে যুক্তরাষ্ট্র , জাপান প্রভৃতি শিল্পোন্ন দেশগুলোর অবদান হার ৭০ শতাংশ। সম্প্রতি চীনের প্রণীত'দেশের মাঝারি-দীর্ঘকালীণ মেয়াদের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনায়" বলা হয়েছে, ২০২০২ সালে অর্থনীতির বৃদ্ধিতে চীনের বিজ্ঞান ও প্রযুক্তির প্রগতির অবদান হার শতকরা ৬০ ভাগের কাছাকাছি বাড়বে।

গত বছরে চীনের মূলভূভাগ ও হংকংয়ের সঙ্গে বাণিজ্যে তাইওয়ানের অনুকূল উদ্বৃত্ত মূল্য ইতিহাসের এক নতুন রেকর্ড

সম্প্রতি তাইওয়ান কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগ ঘোষণা করেছে, গত বছরের পরিসংখ্যান অনুয়ায়ী, গত বছরে চীনের মূলভূভাগ ও হংকংয়ের সঙ্গে বাণিজ্যে তাইওয়ানের অনুকূল উদ্বৃত্ত মূল্য প্রায় ৫০ বিলিয়েন মার্কিন ডলার। এটি ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

পরিসংখ্যান থেকে আরো জানা গেছে যে, গত বছরের ডিসেম্বর চীনের মূলভূভাগ ও হংকংয়ের সঙ্গে আমদানি -রপ্তানি বাণিজ্যে তাইওয়ানের অনুপাতও ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। তার মধ্যে চীনের মূলভূভাগের কাছে তাইওয়ানের পণ্যদ্রব্যের রপ্তানির মূল্য হচ্ছে তাইওয়ানের মোট রপ্তানির প্রায় ৪০ শতাংশ।

গত বছলে চীন-ই ইউ এবং চীন-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য দু'শ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে

গত বছর চীন এবং তার প্রথম ছয়টি বাণিজ্য অংশীদারের দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য পৃথক পৃথকভাবে একশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। ই ইউ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলাদাভাবে চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য দু'শ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন ১১ জানুয়ারীর একটি পরিসংখ্যানে বলেছে, গত বছরে ই ইউ চীনের বৃহত্তম বাণিজ্য অংশীদারের অবস্থানে রয়েছে। এরপর হচ্ছে যুক্তরাষ্ট্র এবং জাপান।

তিব্বতে জি ডি পির বৃদ্ধি হার টানা পাঁচ বছর ১২ শতাংশের বেশী

গত বছর চীনের তিব্বত স্বায়তশাসিত অঞ্চলের জি ডি পির মোট মূল্য ২৫ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে , অর্থনীতির বৃদ্ধিহার পর পর পাঁচ বছর ১২ শতাংশ ছাড়িয়ে গেছে । জানা গেছে , গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকার ও অন্যান্য প্রদেশ ও শহরের সমর্থনে তিব্বতের অর্থনীতি স্থিরগতিতে বৃদ্ধি পাচ্ছে। পাঁচ বছরে তিব্বতের স্থাবর পরিসম্পদ খাতে অর্থবিনিয়োগ ৬৯ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে , এর মধ্যে ৫০ বিলিয়ন সরকারী অর্থবিনিয়োগ ।

বর্তমানে তিব্বতের রেলপথ , বিমানবন্দর ও জলবিদ্যুত কেন্দ্র প্রভৃতি বড় বড় প্রকল্পের নির্মাণকাজ ঠিকমতো চলছে । বুনিয়াদী গঠনকাজের পশ্চাত্পদ অবস্থার উন্নতি হচ্ছে । এখন পরিসেবামূলক তৃতীয় শিল্প তিব্বতের প্রধান শিল্পে পরিণত হচ্ছে । কৃষক ও পশুপালকদের আয় আগের চেয়ে লক্ষনীয়ভাবে বেড়েছে ।

চীন-ভারত সীমান্ত সমস্যায় থাং চিয়া শিয়েনের মন্তব্য

চীনের রাষ্ট্রীয় কাউসিলার থাং চিয়া শিয়েন ১০ জানুয়ারী পেইচিংএ বলেছেন, চীন আর ভারত শীঘ্রই সীমান্ত সমস্যা সমাধান করলে দু'পক্ষের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি আশা করেন, দু'পক্ষসার্বিক পরিস্থিতিবিবেচনা করে সীমান্ত সমস্যার নিষ্পত্তিরকাঠামোর নিয়ে আরও গভীরে আলোচনা করবে। ভারতের পররাষ্ট্র সচিব সারানের সঙ্গে সাক্ষাত করার সময় থাং চিয়া শিয়েন এ কথা বলেছেন। সারান বলেছেন, ভারত চীনের সঙ্গেরণনৈতিক সহযোগিতার দৃষ্টিভংগীতে সীমান্ত সমস্যার আশু নিষ্পত্তি নিয়ে আলোচনা করতে ইচ্ছুক। এর আগে চীনের উপ পররাষ্ট্র মন্ত্রী উ ডা ভিয়ে আর সারনের মধ্যে অভিন্ন স্বার্থ জড়িত আন্তর্জাতিক , আঞ্চলিক ব্যাপারদি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে মত বিনিময় হয়েছে।৮ জানুয়ারী সারান চীন-ভারত দ্বিতীয় রণনৈতিক সংলাপে অংশ নেয়ার জন্যেএসেছেন।

চীন ও ভারত শক্তি সম্পদ সহযোগিতার স্মারকলিপি স্বাক্ষর করেছে

চীন ভারতের সঙ্গে ১২ জানুয়ারী পেইচিংয়ে " তেল ও প্রাকৃতিক গ্যাস সহযোগিতা জোরদার করার" স্মারকলিপি স্বাক্ষর করেছে।

এই স্মারকলিপি স্বাক্ষরের লক্ষ্য হলো দু'দেশের শক্তি সম্পদ ক্ষেত্রের সহযোগিতা জোরদার করা, যাতে শক্তি সম্পদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং এশিয় শক্তি সম্পদ বাজারের দাম স্থিতিশীল রাখার ব্যবস্থা ত্বরান্বিত করা যায়। চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির পরিচালক মা খায় ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী মান শংকর আইয়ারের সঙ্গে এই দলিল স্বাক্ষর করেছেন।

জানা গেছে, দু'দেশ তেল ক্ষেত্রের সহযোগিতায় আরও অন্তর্ভুক্ত থাকবে অশোধিত তেল উন্নয়ন, তেল শোধন এবং কার্যকরভাবে শক্তি সম্পদ ব্যবহার করার ক্ষমতা উন্নত করা ইত্যাদি । দু'দেশ একটি কর্ম গ্রুপ প্রতিষ্ঠা করবে। প্রত্যেক বছরে অন্তত একবার বৈঠক করবে, যাতে সহযোগিতার অগ্রগতি ত্বরান্বিত করা যায়। এর আগেও দু'দেশের শিল্পপ্রতিষ্ঠান শক্তি সম্পদ ক্ষেত্রে সাফল্যমন্ডিত সহযোগিতা চালিয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্টঃ পাক-ভারত সম্পর্ক ইতিহাসের উত্তম সময়পর্বে রয়েছে

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুসারাফ ৯ জানুয়ারী ভারতের টেলিভিশনের সংবাদদাতাদের সাক্ষাত্কার দেয়ার সময়ে বলেছেন, বর্তমানে পাকিস্তান ও ভারতের সম্পর্ক ইতিহাসের উত্তম সময়পর্বে রয়েছে। তবে দু'দেশের শান্তি প্রক্রিয়ার অগ্রগতির অবস্থা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, যদিও বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। তবে দু'দেশের সম্পর্ক কখনো এখনকার মতো ভালো ছিল না। এর সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে, পাকিস্তান শান্তি আলোচনায় কয়েকটি প্রস্তাব দিয়েছে, তবে ভারত পক্ষ যথাযথভাবে সাড়া দেয় নি, পাকিস্তান তাতে অসন্তোষ বোধ করে।

সৌদিআরবে হযযাত্রীর মৃত্যু সংখ্যা ৩৬২

স্থানীয় সময় ১৩ জানুয়ারী ভোর বেলা পর্যন্ত ১২ জানুয়ারী মক্কায় সংঘটিত দুর্ঘটনায় হযযাত্রীদের মৃত্যু সংখ্যা ৩৬২তে দাঁড়িয়েছে । এর মধ্যে ৪জন চীনা হযযাত্রী ছিলেন ।

চীনের মুসলীম হযযাত্রী দলের মহাসচিব ওয়েন চিয়েন ১৩ জানুয়ারী সি আর আইয়ের প্রতিনিধিকে বলেছেন , দুর্ঘটনা ঘটার পর চীনের ইসলামী সমিতির হযযাত্রী দল এবং জিদ্দাস্থ চীনের কান্সুলজেনারেল ছাং ই শিগ্গিরই ঘটনাস্থলে গিয়ে পৌছান । চেক করার পর এ পর্যন্ত দুর্ঘটনায়মোট ৩৬২জন মারা গেছেন । এর মধ্যে চারজন চীনা হযযাত্রীও ছিলেন । তাছাড়া প্রায় ৩০০জন আহত হয়েছেন ।এর আগের খবরে প্রকাশিত দুর্ঘটনায়যে দুজন চীনা হযযাত্রী নিঃখোঁজহয়েছেন , তারা এখন নিরাপদে নিজদের বাসস্থানে ফিরে এসেছেন ।

ইরানঃ জাতিসংঘের কাছে পারমাণবিক পেশ হলেও ইরান আপোস করবে না

ইরানের প্রেসিডেন্ট আহমাদি নেজাদ ১৪ জানুয়ারী তেহরানে বলেছেন, ইরান কোনোমতেই পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ছাড়বে না। এই সমস্যাটি জাতিসংঘের কাছে পেশ হলেও ইরান তার চালু করা পারমাণবিক গবেষণা বন্ধ করবে না।

একই দিনে ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা কমিটির মুখপাত্র হোসেন ইনতেজামি বলেছেন, ইরান ও ইইউ'র মধ্যকার বৈঠক শুধু ইউরেনিয়ামের ঘনিভাবকে কেন্দ্র করে চালাতে হবে। পারমাণবিক জ্বালানির গবেষণা বৈঠকে অন্তর্ভূক্ত নয়।

একই দিনে ইইউয়ের পররষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক উচ্চ পদস্থ প্রতিনিধি জাভিয়ের সোলানা এক সাক্ষাত্কারে বলেছেন, ইরানের পারমাণবিক বিরোধে ইরানের বিরুদ্ধে সামরিক তত্পরতা চালাতে তিনি রাজী নন। তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই সমস্যা সমাধানের ব্যাপারে অংশ নিলেও তাদের বৈঠকের সমাপ্তির অর্থ দাঁড়াবে না।

সঙ্গে সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জী লাভরোভ মোস্কোয় বলেছেন, বর্তমানে রাশিয়ার প্রধান কর্তব্য হলো পারমাণবিক অস্ত্রের অবিস্তারের কাঠামো লংঘন করতে ইরানকে রোধ করা। রাশিয়া ইরানের পারমাণবিক সমস্যাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে দাখিলের সম্ভাবনা নাকচ করে না।

জেরুজালেমে ফিলিস্তিনীদের প্রতিদ্বদ্বিতার প্রশ্নে ইসরাইল রাজী হয়েছে

জেরুজালেমের পুলিশ পক্ষ ৯ জানুয়ারী ঘোষণা করেছে, ইসরাইলের সরকার ২৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য ফিলিস্তিনের বিধান পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী পদপ্রার্থীদের জেরুজালেমে নির্বাচনী তত্পরতা চালাতে দিতে রাজী হয়েছে।

ফিলিস্তিনের বিধান পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী ফিলিস্তিন জাতীয় মুক্তি আন্দোলন, অর্থাত ফাতাহর একজন পদপ্রার্থী একইদিন বলেছেন, তিনি জেরুজালেমের পুলিশ পক্ষের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি পেয়েছেন। তিনি বলেছেন, তা থেকে প্রতিফলিত হচ্ছে যে, ইসরাইল পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনীদের ফিলিস্তিনের বিধান পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে অনুমতি দিতে পারে।

এই খবর পাওয়া পর্যন্ত পূর্ব জেরুজালেমের ২ লক্ষ ফিলিস্তিনীকে ফিলিস্তিনের বিধান পরিষদ নির্বাচনে অংশ নিতে অনুমতি দেওয়ার প্রসঙ্গে ইসরাইল পক্ষ স্পষ্ট বক্তব্য দেয়নি।

যুক্তরাষ্ট্রের শাস্তি ও অবরোধ নীতির প্রতিবাদ করেছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার শ্রমিক দলের কেন্দ্রীয় মুখপত্র "রোদোং সিনমুন "১৩ জানুয়ারী প্রকাশিত একটি প্রবন্ধে অভিযোগ করেছে যে, উত্তর কোরিয়ার উপর দীর্ঘকালীন শাস্তি ও অবরোধ নীতি পালনের মাধ্যমে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে তার চাপে নতি স্বীকার করানোর প্রচেষ্টা চালাচ্ছে। সঙ্গে সঙ্গে প্রবন্ধে বলা হয়েছে, এই লক্ষ্য বাস্তবায়নঅসম্ভব।

প্রবন্ধে বলা হয়েছে, ১৯৪৯ সাল থেকে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার উপর শাস্তি ও অবরোধ নীতি প্রবর্তন করেছে। তা গুরুতরভাবে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রে-রাষ্ট্রে সম্পর্কের বিধির পরিপন্থী। তা বর্তমান বিশ্বের শান্তিপূর্ণ ও স্থিতিশীল দিকে পদার্পণ করার গতিধারার পরিপন্থী। প্রবন্ধে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই আচরণ উত্তর কোরিয়াকে নিঃসংগ করার প্রয়াস এবং উত্তর কোরিয়াকে নতি স্বীকারে করানোর নামান্তর, বিশেষ করে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সম্পর্কিত ছ'পক্ষীয় বৈঠকে প্রথমে পরমাণু পরিকল্পনা ত্যাগ করার জন্যে উত্তর কোরিয়াকে বাধ্য করার প্রয়াস।

হারিরি মামলার তদন্ত কমিটির নতুন প্রধান নিযুক্ত

জাতি সংঘের মহা সচিব কফি আনান ১১ জানুয়ারী জাতি সংঘ নিরাপত্তা পরিষদের কাছে দেয়া একটি চিঠিতে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রাফিক আল হারিরির হত্যা মামলা তদন্ত করার ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত কমিটির নতুন দায়িত্বশীল ব্যক্তি নিয়োগের বিষয় অবহিত করেছেন।

আনানের নিযুক্তি অনুসারে বর্তমান আন্তর্জাতিক অপরাধ আদালতের উপ অভিশংসক, বেলজিয়ামের সাবেক প্রধান অভিশংসক সেরগে ব্রামের্তস হারিরির হত্যা মামলা তদন্ত কমিটির নতুন প্রধান নিযুক্ত হয়েছেন। তিনি সাবেক প্রধান ও জার্মান অভিশংসক দেতলেভ মেহলিসের স্থলাভিষিক্ত হবেন। চিঠিতে আনান মেহলিসের কাজের প্রশংসা করেছেন এবং তদন্ত কমিটির কাজের প্রতি তার অব্যাহত সমর্থন আবার ঘোষণা করেছেন।

অন্য খবরে প্রকাশ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইস ১১ জানুয়ারী প্রকাশিত একটি বিবৃতিতে বলেছেন, সিরিয়াকে হারিরির হত্যাকান্ড মামলার তদন্তে বাধাদান থেকে নিরস্ত করতে হবে এবং জাতি সংঘ নিরাপত্তা পরিষদের দাবি অনুসারে সার্বিক ও শর্তহীনভাবে তদন্তে সাহায্য করতে হবে

হুয়াং উও সুকের মূল কোষ সংক্রান্ত গবেষণা নকল বলে প্রমাণিত

১০ জানুয়ারী দক্ষিণ কোরিয়ার সিউল বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রকাশিত একটি চুড়ান্ত তদন্ত রিপোর্ট থেকে জানা গেছে , ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ' বিজ্ঞান' পত্রিকায় প্রকাশিত হুয়ান উও সুক গবেষনা গ্রুপের মূল কোষ সংক্রান্ত রিপোর্ট আর ২০০৫ সালে প্রকাশিত রিপোর্ট-- দুটিই নকল , হুয়াং উও সুকের সৃষ্ট মূলকোষ সংক্রান্ত প্রযুক্তির সততা প্রমাণিত হয় নি ।

একই দিন সিউল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রধান বলেছেন , ২০০৪ সালে হুয়াং উও সুক তার রিপোর্টে মানুষের কোষ ক্লোনের মাধ্যমে মূল কোষ পাওয়ার কথা বলছেন , আসলে এই মূল কোষেরতার কোনো অস্তিত্ব নেই । তদন্ত রিপোর্টে বলা হয়েছে , হুয়াং উও সুক ও তার গবেষণা গ্রুপের ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের' বিজ্ঞান' পত্রিকায় প্রকাশিত থিসেসও নকল। এই গ্রুপের ক্লোন করা স্নুপী কুকুর সম্ভবতঃ কুকুরের কোষ ক্লোন করা কুকুর , এই কুকুরের তদন্তের কাজ এখনও সম্পন্ন হয় নি ।