v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-01-16 16:26:14    
১৬ জানুয়ারী

cri
    ড: সুন জোংসান শান্তি আর একীকরণ ঘোষণা প্রকাশ করেন

১৯২৩ সালের ১৬ জানুয়ারী চীনের মহান বিপ্লবী পথিকৃত ড: সুন জোংসানের নেতৃতাধীন সৈন্য বাহিনী দক্ষিণ চীনের গুওয়াংতং প্রদেশের রাজধানী গুওয়াংচৌ দখল করে নেয় । ২৬ জানুয়ারী সাংহাই ত্যাগ করে গুওয়াংচোতে মাসিল ভবন গড়ে তোলার আগে তিনি শান্তি আর একীকরণ ঘোষণা প্রকাশ করেন।

    হিটলা ইউরোপের পশ্চিমাঞ্চলেআক্রমন চালানোর পরিকল্পনা বাতিল করেন

১৯৪০ সালের ১৬ জানুয়ারী হিটলা ইউরোপের পশ্চিমাঞ্চলে আক্রমণ চালানোর পরিকল্পনা বাতিল করেন।

    নেহলু গ্যান্ধির স্থালাভিসিক্ত হয়ে ভারতের প্রধান মন্ত্রী নিবার্চিত হন।

১৯৪২ সালের ১৬ জানুয়ারী নেহলু গ্যান্ধির স্থালাভিসিক্ত হয়ে ভারতের প্রধান মন্ত্রী নিবার্চিত হন।

     যুক্তরাষ্ট্রের এসেনওয়া কোরিয়া যুদ্ধে যৌথ বাহিনীর সেনাপতি নিযুক্ত হন

১৯৪৪ সালের ১৬ জানুয়ারী যুক্তরাষ্ট্রের এসেনওয়া কোরিয়া যুদ্ধে যৌথ বাহিনীর সেনাপতি নিযুক্ত হন।

    প্রাক্তন সৌভিয়েত ইউনিয়নের দুটো নভোযানের সংযোগ সম্পন্ন হয়

১৯৬৯ সালের ১৬ জানুয়ারী প্রাক্তন সৌভিয়েত ইউনিয়নের দুটো নভোযানের প্রথম বার সংযোগ সম্পাদিত হয়। সংযুক্ত হওয়ার পর এ দুটো নভোযান মহাশুন্যে আরও ৪ ঘন্টা পরিভ্রমন করে।

    গাদ্দাফি লিবিয়ার প্রধান মন্ত্রী নিবার্চিত হন

১৯৭০ সালের ১৬ জানুয়ারী গাদ্দাফি লিবিয়ার প্রধান মন্ত্রী নিবার্চিত হন।

    পতুর্গাল আ্যংগোলার স্বাধীনতা স্বীকার করে

১৯৭৫ সালের ১৬ জানুয়ারী পতুর্গাল আ্যংগোলার স্বাধীনতা স্বীকৃতি দেয়। কয়েক শতাব্দী ধরে আ্যাংগোলা পতুর্গারেরঔপনিবেশিক দেশ ছিল। ১৩ বছরের তীব্র সংগ্রামের পর অবশেষে আ্যংগোলা পতুর্গালের শাসন থেকে মুক্তি পায়।

ইরানে অভ্যুত্থান ঘটার পর রাজা বালিভি মিসরে পালিয়ে যান

    ১৯৭৯ সালের ১৬ জানুয়ারী ইরানে অভ্যুত্থান ঘটে। এর পর রাজা বালিভি সপরিবারে মিসরে পালিয়ে যান। দেশ ত্যাগ করার আগে তিনি বলেন, তিনি বিদেশে অবকাশ যাপন করতে যাবেন। তবে বিশ্ব সমাজের ধারণা ছিল, ইরানে তাঁর ৩৭ বছরের শাসনের অবসান ঘটে।

    ভানটিকান আর ব্রিটেনের মধ্যে ৪৫০ বছরের পর আবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়

৪৫০ বছর বিছিন্ন অবস্থা থাকার পর ১৯৮২ সালের ১৬ জানুয়ারী ভানটিকান আর ব্রিটেনের মধ্যে আবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

দখলকারী জাপানী সৈন্যবাহিনীর উপর উত্তর চীনের স্বেচ্ছাসেবক বাহিনীর আক্রমন

১৯৩৩ সালের ১৩ জানুয়ারী উত্তর চীনের স্বেচ্ছাসেবক বাহিনী দখলকারী জাপানী সৈন্যবাহিনীর উপর আক্রমণ চালায়।

    তেং সিও পিওয়ের গুরুত্বপূর্ণ ধারণা

১৯৮০ সালের ১৬ জানুয়ারী চীনের কমিউনিষ্ট পাটির আয়োজিত একটি সম্মেলনে চীনের তত্কালীণ শীর্ষ নেতা তেং সিও পিন বলেন, আশির দশকে চীনের তিনটা কতর্ব্য হল, প্রথমত:আন্তর্জাতিক ব্যাপারে আধিপত্যবাদের বিরোধীতা করে বিশ্ব শান্তি রক্ষা করা, দ্বিতীয়ত: মাতৃভূমির একীকরণ বাস্তবায়িত হওয়া , আর তৃতীয়ত: চার আধুনিকীকরণের ধাপ দ্রুততর করা।