চিলিতে ১৫ জানুয়ারী অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে প্রাথমিক ফলাফল থেকে দেখা গেছে, ক্ষমতাসীন জোটের পদপ্রার্থী মিছেল বাছেলেত ৫০ শতাংশ'রও বেশী ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি চিলির ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হবেন।
কর্তৃপক্ষের প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুসারে বাছেলেত ৫৩.২২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বদ্বী জাতীয় সংস্কার পার্টির পদপ্রার্থী সিবাস্টিয়ান পিনেরা ৪৬.৭৭ শতাংশ ভোট পেয়েছেন।
বাছেলেতের বয়স এখন ৫৪ বছর। তিনি যথাক্রমে চিলির স্বাস্থ্য মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
|