চীনের বন্দরের পন্য আর কন্টেনারের আমদানী ও রপ্তানীর পরিমাণ বর্তমান বিশ্বে প্রথম হয়েছে।
চীনের পরিবহন মন্ত্রী লি শেংলিন বলেছেন, গত পাঁচ বছরে চীনে পর পর তেল, খনিজ দ্রব্য, কয়লা ইত্যাদি আমদানী-রপ্তানীর জন্যে ৯২০টি জাহাজ ঘাটা নির্মিত হয়েছে। গত বছরের শেষ দিক পর্যন্ত চীনে মোট ১০টি বন্দর বিশ্বের দশ কোটি টনী বৃহত্ বন্দরের তালিকাভূক্ত হয়েছে, বিশেষ করে সাংহাই বন্দরের পণ্যের আমদানী ও রপ্তানির পরিমান ৪৪.৩ কোটি টন হয়েছে, বিশ্বের চতুর্থ থেকে প্রথম বৃহত্ বন্দরে পরিণত হয়েছে।
খবরে প্রকাশ, এ বছরে চীন প্রধানত কয়লা, তেল, খনিজ দ্রব্য এবং কন্টেনার পরিবহণের বিশেষ বন্দর নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করবে।
|