১২ তম বিশ্ব শীত শহরের মেয়রের সম্মেলন ১৫ জানুয়ারী চীনের চিলিন প্রদেশের ছাংছুন শহরে উদ্বোধন হয়েছে। এশিয়া, উত্তর আমেরিকা, ইউরোপের কতকগুলো দেশের ১৬টি সদস্য শহরের মেয়র, বিশেষজ্ঞ ও পন্ডিত তাতে অংশ নিয়েছেন।
"শীত শহর" হল বছরে ২০ সেন্টিসিটারেরও বেশী তুষার পাত হয় এবং সবচেয়ে ঠান্ডা মাসের গড়পড়তা তাপমাত্রা শূণ্যের নিচে-এমন সব শহর অথবা শহরের নির্মান কাজে শীতকালীন পরিকল্পনার ওপর বেশী গুরুত্ব দেয়া হয় এমন শহর।
এবারকার সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে "শীতকালে উন্নয়ন করা", অংশগ্রহণকারী মেয়র, বিশেষজ্ঞ ও পন্ডিত শীতকালে শক্তি সম্পদ বাঁচানো, শহরের সবুজায়ন, শহরের গণ স্থাপনা সংরক্ষণ ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা করবেন।
|